মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর পদ নিয়ে টানাপোড়েনের মধ্যেই অসুস্থ একনাথ শিন্ডে, রয়েছেন সাতারায় গ্রামের বাড়িতে

Published : Dec 01, 2024, 11:15 AM IST
Eknath Shinde

সংক্ষিপ্ত

মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পরই একনাথ শিন্ডে দিল্লিতে গিয়েছিলেন। সেখনে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদ নিয়ে দফায় দফায় আলোচনা হয়। 

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী কে হবেন? এই জট এখনও কাটেনি। কিন্তু তারই মধ্যে সাতারায় নিজের গ্রামের বাড়িতে গিয়ে অসুস্থ হয়ে পড়লেন মহারাষ্ট্রের বর্তমান বিদায়ী মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। তিনি আবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদের অন্যতম দাবিদারও। গলায় সংক্রমণ ও জ্বরে ভুগছেন মহারাষ্ট্রের বিদায়ী মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে।

মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পরই একনাথ শিন্ডে দিল্লিতে গিয়েছিলেন। সেখনে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদ নিয়ে দফায় দফায় আলোচনা হয়। সূত্রের খবর এখনও পর্যন্ত মুখ্যমন্ত্রী পদ নিয়ে জট কাটেনি। তারই মধ্যে ঘোষণা করা হয়েছে ৫ ডিসেম্বর শপথের কথা। এই অবস্থায় দিল্লি থেকে ফিরে একনাথ শিন্ডে সোজা চলে গিয়েছিলেন, সাতারায় নিজের গ্রামের বাড়িতে। সেখানেই গত দুই দিন ধরে তিনি ভুগছেন জ্বর আর গলার সংক্রমণে।

মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই মুখ্যমন্ত্রীর পদ নিয়ে জল্পনা চলছে। বিজেপি-শিন্ডেসেনা-এনসিপি জোট মহারাষ্ট্রে সংখ্যগরিষ্ঠতা পেয়েছে। কিন্তু তারপর থেকেই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর পদ নিয়ে জট তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রীর পদের অন্যতম দাবিদার একনাথ শিন্ডে। এই পদের অন্য দাবিদার দেবেন্দ্র ফড়ণবিশ। বিজেপি সূত্রের খবর ফড়ণবিশই হচ্ছেন মহারাষ্ট্রের পরবর্তী মুখ্যমন্ত্রী। যাইহোক এই অবস্থাতেই একনাথ শিন্ডের অসুস্থতার খবর প্রকাশ্যে আসে।

শিন্ডের পারিবারিক চিকিৎসক আরএম পাত্রে জানিয়েছেন, দিল্লি থেকে ফেরার পথেই ঠান্ডা লেগেছিল মহারাষ্ট্রের কার্যনির্বাহী মুখ্যমন্ত্রীর। গত দু’দিন ধরে তিনি জ্বরে ভুগছেন। গলায় সংক্রমণের জন্য কথা বলতেও সমস্যা হচ্ছে। তাঁকে অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে। প্রয়োজন অনুযায়ী স্যালাইনও দেওয়া হয়েছে। সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে আরও দুই থেকে তিন দিন লাগবে। তিনি আরও বলেছেন, বর্তমানে শিন্ডে সুস্থ রয়েছেন। জ্বরের পার্শ্বপ্রতিক্রিয়া চলছে। তিন-চার জনের একটি মেডিতক্যাল টিম শিন্ডেকে পর্যবেক্ষণ করছেন।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

PREV
click me!

Recommended Stories

8th Pay Commission: অষ্টম বেতন কমিশন নিয়ে সরকার জানাল সাফ কথা! ২.৮৬ হারে বৃদ্ধি পেতে পারে বেতন?
যোগী সরকারের উত্তরপ্রদেশ ডিজিটাল পাওয়ারহাউস: স্টার্টআপ, আইটিতে রেকর্ড বৃদ্ধি