DA hike: এক ধাক্কায় মমতা সরকার বাড়ছে ১০ শতাংশ, জেনে নিন রাজ্য সরকারি কর্মীরা কবে পাবেন ভাতার টাকা

Published : Jan 15, 2025, 09:07 PM IST

পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি নিয়ে জল্পনার অবসান হতে চলেছে। খবর, এবার ৩ বা ৪ শতাংশ নয়, ১০ শতাংশ ভাতা বাড়াতে চলেছে রাজ্য সরকার। বাংলা নববর্ষের আগেই কর্মীদের অ্যাকাউন্টে টাকা ঢোকার সম্ভাবনা।

PREV
110

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা নিয়ে জল্পনার অন্ত নেই। দীর্ঘদিন ধরে চলছে এই জল্পনা।

210

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর রাজ্যের সরকারি কর্মীদের কত শতাংশ ভাতা বৃদ্ধি করবে তা নিয়ে নানান প্রশ্ন ঘুরছে অনেকদিন ধরেই।

310

মাঝে শোনা গিয়েছিল ৬ শতাংশ ভাতা বাড়াবে মমতা সরকার। কিন্তু, পরে নিরাশ হন কর্মীরা।

410

সরকারের পক্ষ থেকে এক সময় ঘোষণা করা হয় যে আর বাড়বে না ভাতা। এরই মাঝে মিলল নিশ্চিত খবর।

510

এবার ৩ কিংবা ৪ নয়। একেবা ১০ শতাংশ ভাতা বাড়াবে মমতা সরকার।

610

শোনা যাচ্ছে, সব ঠিক থাকলে বাংলার নববর্ষের আগেই কর্মীদের অ্যাকাউন্টে ঢুকবে ভাতার টাকা। আর ১০ শতাংশ বৃদ্ধি পেলে মোটা টাকা পাবেন কর্মীরা।

710

জানা গিয়েছে, আপাতত আলোচনা চলছে রাজ্যের সরকারি কর্মীদের ভাতা বৃদ্ধি নিয়ে।

810

খুব শীঘ্রই ঘোষণা হবে রাজ্যের সরকারি কর্মীদের ডিএ।

910

এদিকে কেন্দ্রীয় সরকারি কর্মীদের সদ্য ৩ শতাংশ ডিএ বৃদ্ধি হয়েছে। তারা ৫৩ শতাংশ ডিএ পাচ্ছেন।

1010

এরপর ফেব্রুয়ারির শেষে ফের ৩ শতাংশ বেড়ে তা ৫৬ শতাংশ হতে পারে বলে খবর।

click me!

Recommended Stories