ফিরল ১৮ বছর আগের হামলার স্মৃতি, সংসদে ঢোকার মুখেই আটক এক ব্যক্তি

Published : Dec 09, 2019, 08:06 PM ISTUpdated : Dec 09, 2019, 08:08 PM IST
ফিরল ১৮ বছর আগের হামলার স্মৃতি, সংসদে ঢোকার মুখেই আটক এক ব্যক্তি

সংক্ষিপ্ত

মঙ্গলবারই সংসদে জঙ্গি হামলার ১৮ বছর পূর্তি তার আগের দিনই ফের সেই ভয়াবহ ঘটনার স্মৃতি ফিরল সোমবার এক ব্যক্তি সংসদ ভবনে ঢোকার চেষ্টা করেন নিরাপত্তারক্ষীরা অবশ্য তাঁকে আটক করে  

সোমবার লোকসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নাগরিকত্ব (সংশোধনী) বিল ২০১৯ পেশ করেছেন। সেই বিল বিপুল ভোটে পাসও হয়েছে। আর এই দিনই অধিবেশন চলাকালীন সংসদ ভবনে প্রবেশ করতে গিয়ে ধরা পড়লেন এক ব্যক্তি। তাঁকে আটক দিল্লি পুলিশের হাতে তুলে দেন নিরাপত্তা কর্মীরা।

আপাতত তাঁকে হেফাজতে নিয়ে দিল্লি পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। ওই ব্যক্তির পরিচয় জানায়নি পুলিশ। তিনি কী উদ্দেশ্য নিয়ে সংসদ ভবনে প্রবেশ করতে চাইছিলেন তা এখনও অজানা।

২০০১ সালের ১৩ই ডিসেম্বর সংসদে সন্ত্রাসবাদী হামলা হয়েছিল। মঙ্গলবারই তার ১৮ বছর পূর্ণ হচ্ছে। ঠিক তার আগের দিনই এই অনুপ্রবেশের চেষ্টায় চাঞ্চল্য ছড়ায় সংসদে। ১৮ বছর আগে পাঁচজন সন্ত্রাসবাদী সংসদ চত্বরের ভিতরে ঢুকে পড়েছিল। নিরাপত্তা কর্মীদের উপর নির্বিচারে গুলি চালিয়েছিল তারা। ঘটনায় পাঁচ সন্ত্রাসবাদী-সহ মোট চোদ্দজন নিহত হয়েছিলেন।

 

PREV
click me!

Recommended Stories

ডিমে নাইট্রোফিউরান? গোটা দেশেই নমুনা সংগ্রহ করে ডিম পরীক্ষা করবে FSSAI
দুধ,পনির, খোয়ায় ভেজাল! দুগ্ধজাত পণ্য়ের ভেজাল রুখতে বড় অভিযানেপ নির্দেশ FSSAI-র