ফাঁকা কামরায় অশ্লীল অঙ্গভঙ্গি যুবকের, দিল্লির মেট্রোয় হেনস্তার শিকার তরুণী

  • ভরসন্ধেবেলা দিল্লির মেট্রোয় তরুণীকে হেনস্তা
  • ফাঁকা কামরায় তাঁকে দেখে 'অশ্লীল অঙ্গভঙ্গি' যুবকের
  • ছবি-সহ টুইট করে ঘটনাটি জানিয়েছেন ওই তরুণী
  • ব্যবস্থা নেওয়ার আশ্বাস মেট্রো কর্তৃপক্ষের

ভরসন্ধ্যে বেলায় দ্রুত গন্তব্যে পৌঁছানোর জন্য পাতালপথকেই বেছে নিয়েছিলেন তিনি। দিল্লির মেট্রোতে ভয়াবহ অভিজ্ঞতার মুখে পড়লেন এক তরুণী। টুইটারে তাঁর পোস্ট দেখে নড়চড়ে নড়েচড়ে বসেছে পুলিশ। অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষও।

ঘড়িতে তখন সন্ধে ছ'টা। দিল্লির মেট্রোর ইয়োলো লাইন ধরে গুরগাঁও যাচ্ছিলেন ওই তরুণী।  ফাঁকা মেট্রোর একেবারে শেষ কামরায় ছিলেন তিনি। ওই তরুণী জানিয়েছেন, যে সিটে বসেছিলেন, তার সামনেই দাঁড়িয়েছিল এক যুবক। টইটারে সেই যুবকের ছবি পোস্ট করেছেন অভিযোগকারী। লিখেছেন, 'খয়েরি জ্যাক ও সামমে ব্যাগ নিয়ে দাঁড়ানো এই যুবকই মেট্রোতে আমার সঙ্গে অশ্লীল ও অভব্য আচরণ করে। এতটাই ভয় পেয়ে গিয়েছিলাম, যে মনেই ছিল না ওর ছবি তুলেছি। কয়েক ঘণ্টা পর বন্ধুর সঙ্গে কথা বলতে গিয়ে মনে পড়ল।'

Latest Videos

আরও পড়ুন: গাছের শুকনো ডালের মত আকার নিল পা, বিরল রোগে আক্রান্ত শিশুকন্যা

ওই তরুণীর বয়ান, “প্রথমে দেখি ওই যুবক ঠায় আমার দিকে তাকিয়ে আছে, তখন বুঝিনি। তারপর দেখি চোখ দিয়ে নানারকম অশ্লীল ইশারা করছে। মুখ ঘুরিয়ে নিতে গিয়েই চোখ পড়ে যুবকের ব্যাগের দিকে, দেখি ব্যাগটা সামনে থেকে সরানো এবং প্যান্টের চেন খুলে পুরুষাঙ্গ দেখাচ্ছে আমাকেই!' এখানেই শেষ নয়। ঘটনার পরে ওই যুবক মেট্রো কামরায় দরজা কাছে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে ছিল এবং ওই তরুণীকে দেখে অশ্লীল অঙ্গভঙ্গি করছিল বলে অভিযোগ। ওই তরুণী জানিয়েছেন, এতটাই ভয় গিয়েছিলেন যে চিৎকারও করতে পারছিলেন না। ভয়ে কার্যত দমবন্ধ হয়ে আসছিল তাঁর। শেষপর্যন্ত ওই যুবক অন্য় কামরা দিকে চলে যায় এবং দৌড়ে স্টেশনে নেমে পড়েন ওই তরুণী।  

 

 

Share this article
click me!

Latest Videos

কার নাম বললেন? স্যালাইন কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য ফাঁস শুভেন্দুর! | Suvendu Adhikari Saline Controversy
Kho Kho World Cup 2025: স্বপ্ন থেকে বাস্তবের যাত্রা কেমন ছিল? জানালেন মহিলা দলের হেড ডঃ মুন্নি জুন
Suvendu Adhikari : 'যারা হিন্দু ধর্মের অপমান করছেন তাঁরা খুব তাড়াতাড়ি ধ্বংস হবে', মন্তব্য শুভেন্দুর
Rashifal : রবিবার সারাদিন কেমন কাটবে? দেখুন আজকের ১২টি রাশির রাশিফল
'রাজ্যের সবচেয়ে বড় দুষ্টু নবান্নে থাকে' নাম না করে মমতাকে বিঁধলেন শুভেন্দু । Suvendu on Mamata