পুলওয়ামার ঘটনার সময়ই কি 'ওয়াইল্ড' বনাম মোদীর শুটিং, বড় প্রশ্ন কংগ্রেসের

  • 'ম্যান ভার্সাস ওয়াইল্ড'-এ দেখা যাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে
  • কিন্তু কখন হয়েছিল এই এপিসোডের শুটিং প্রশ্ন তুলল কংগ্রেস
  • শুটিং-এর তারিখ-ক্ষণ প্রকাশ করার জন্য ডিসকভারি চ্যানেলের কাছে আবেদন জানানো হয়েছে
  • কংগ্রেসের দাবি পুলওয়ামার ঘটনা দীর্ঘক্ষণ জানতেনই না মোদী

১২ অগাস্ট বেয়ার গ্রিলস-এর জনপ্রিয় অনুষ্ঠান 'ম্যান ভার্সাস ওয়াইল্ড'-এ দেখা যাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে - এতক্ষণে সবার জানা হয়ে গিয়েছে এই বিষয়টা। কিন্তু ঠিক কবে হয়েছিল এই এপিসোডের শুটিং? এই প্রশ্ন নিয়ে উত্তাল আপাতত ভারতীয় রাজনীতি। কংগ্রেসের অভিযোগ গত ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামাতে সন্ত্রাসবাদীরা যখন আক্রমণ করেছিল, তখনই এই এপিসোডের শুটিং-এ ব্যস্ত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী। এমনকী তারা ইতিমধ্য়েই এই এপিসোডের শুটিং-এর তারিখ প্রকাশ করার জন্য ডিসকভারি চ্যানেলের কাছে আবেদন জানিয়েছে।

সোমবারই চ্যআনেলের পক্ষ থেকে এই এপিসোডের একটি টিজার ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে। তারা জানিয়েছে এপিসোডটির শুট করা হয়েছে করবেট ন্যাশনাল পার্কে। গত ১৪ ফেব্রুয়ারি পুলওয়ানমার হবাহামলার সময় নরেন্দ্র মোদী ওই একই জায়গায় শুটিং-এ কাজে ব্যস্ত ছিলেন। সেই সময় কংগ্রেস অভিযোগ করেছিল ৪০ জন সিআরপিএফ জযানের মৃত্যুসংবাদ পাওয়ার পরও মোদী শুটিং-এর কাজ চালিয়ে গিয়েছিলেন।

Latest Videos

এই এপিসোডের টিজার প্রকাশের পর কংগ্রেসের মুখপাত্র মনীশ তিওয়ারি বলেন ১৪ ফেব্রুয়ারি বিকাল সোয়া পাঁচটায় প্রধানমন্ত্রী একটি জনসভা করেছিলেন। কিন্তু সেখানে তাঁকে ঘটনার নিন্দা বা পাকিস্তানকে সতর্ক করতে দেখা যায়নি। কংগ্রেসের অভিযোগ এর থেকে ধরে নিতে হবে হবে ঘন্টা দুই পরেও প্রধানমন্ত্রী ঘটনা সম্পর্কে জানতেন না। আর যদি জেনেও সেই সম্পর্কে কিছু না বলে থাকেন, তাহলে বলতে হবে প্রধানমন্ত্রী অসংবেদনশীলতার পরিচয় দিয়েছেন। তিওয়ারি দাবি করেছেন, ওই দিন ঠিক কখন থেকে কখন পর্যন্ত নরেন্দ্র মোদীর এপিসোডের শুটিং চলেছে, তা জনগণকে জানাতে হবে ডিসকভারি চ্যানেলকে।

 

Share this article
click me!

Latest Videos

'তৃণমূলের শান্তির ছেলেরা...মমতা-বিনীতকে জেলে ঢোকাবই' RG Kar কাণ্ডে বিস্ফোরক Suvendu Adhikari
Daily Rashifal: বুধবারে কেমন থাকবে অর্থনৈতিক অবস্থা, দেখে নিন ১২ রাশির আজকের আর্থিক রাশিফল
‘প্রণামের সংস্কৃতি ভুলে যাচ্ছে বাঙালি’ বিস্ফোরক মন্তব্য Dilip Ghosh-এর, দেখুন কী বলছেন | Dilip Ghosh
Suvendu Adhikari Live : নবান্নের সামনে সংগ্রামী যৌথ মঞ্চের ধর্না অবস্থান মঞ্চে শুভেন্দু
'কেন্দ্র যদি একটু দয়া দেখায় তাহলে হুগলিতেও মেট্রো চলবে', আশাবাদী Rachana Banerjee