মানালিতে শুরু হতে চলেছে বিশ্বের সর্বোচ্চ বাঞ্জি জাম্পিং, প্রায় ১০,৫০০ ফুট উচ্চতায়

Published : Sep 28, 2019, 07:55 PM IST
মানালিতে শুরু হতে চলেছে বিশ্বের সর্বোচ্চ বাঞ্জি জাম্পিং, প্রায় ১০,৫০০ ফুট উচ্চতায়

সংক্ষিপ্ত

মানালিতে শুরু হতে চলেছে বিশ্বের সর্বোচ্চ বাঞ্জি জাম্পিং প্রায় ১০,৫০০ ফুট উচ্চতায়  এই বাঞ্জি জাম্পিং হবে   বিশ্ব থেকে পর্যটক আকর্ষণ করতে চায় কেন্দ্রীয় সরকার  বাঞ্জি জাম্পিং সাইটে বিদেশি প্রযুক্তি ব্যবহার করা হবে

হিমাচল প্রদেশের মানালিতে খুব শীঘ্রই চালু হতে চলেছে বিশ্বের সর্বোচ্চ বাঞ্জি জাম্পিং। প্রায় ১০,৫০০ ফুট উচ্চতায় গভীর খাদে এই বাঞ্জি জাম্পিং করা হবে। সরকার, হিমাচলকে অন্যতম পর্যটন কেন্দ্র গড়ে তুলতে চান। আর এই জন্যই সর্বোচ্চ বাঞ্জি জাম্পিং চালু করা হতে চলেছে।

মানালির এই বাঞ্জি জাম্পিং সাইটের খেয়াল রাখবে অটল বিহারী বাজপেয়ী ইনস্টিটিউট অফ মাউন্টেনিয়ারিং অ্যান্ড অ্যালায়েড স্পোর্টস।সারা বিশ্বে এই উচ্চতায়  আর কোনও বাঞ্জি জাম্পিং সাইট নেই। নিউ জিল্যান্ড ও আমেরিকা  যে প্রযুক্তির ব্যবহার করে ,তারই ব্যবহার এখানেও হবে। 

অ্যাডভেঞ্চার স্পোর্টসে সারা বিশ্ব থেকে পর্যটক আকর্ষণ করতে চায় কেন্দ্রীয় সরকার।আর এই জন্যই অ্যাডভেঞ্চার স্পোর্টসে উচ্চতম এবং দীর্ঘতম-র স্বীকৃতি পেতে ভীষণ ভাবেই আগ্রহী তারা।সম্প্রতি হিমাচলের গুলাবাতে ৯৩০০ ফুট উচ্চতায় ৩৫০ মিটার লম্বা স্কাই সাইক্লিং ট্র্যাক চালু হয়েছে। এই উচ্চতায়  বিশ্বের আরও কোথাও স্কাই সাইক্লিং-এর ট্র্য়াক নেই।
 

PREV
click me!

Recommended Stories

নতুন শ্রম আইনে আপনার বেতনের পরিমাণ খুব বেশি কমবে না,কারণ জানাল মন্ত্রক
যাত্রীদের সমস্যার 'ক্ষতে' ১০০০০ টাকার 'মলম'! IndiGo ভাউচার ঘোষণা করল