Manipur Assembly Election: কবে ভোট হচ্ছে মণিপুরে, দু-দফায় নির্বাচনী নির্ঘন্ট প্রকাশ কমিশনের

২০১৭ সালের নির্বাচন কমিশনের নির্ঘণ্ট বলছে প্রথম দফায় মণিপুরে ৩৮ বিধানসভা কেন্দ্রে ভোট হয়েছিল ৪ মার্চ। বাকি ২২টি আসনে দ্বিতীয় দফায় ভোট হয়েছিল ৮ মার্চ। তবে সেই বার ভোট গণনা হয়েছিল ১১ মার্চ। এবার হচ্ছে একদিন আগে।

অবশেষে হয়েছে প্রতীক্ষার অবসান। পূর্ব ঘোষিত সময়সূচি অনুসারেই শনিবার বিকালে পাঁচ রাজ্যের নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশ করে ফেলল নির্বাচন কমিশন(Election Commission has released the election schedule)। মোট ৭ দফাতে হতে চলেছে ২০২২ সালের ৫ রাজ্যের বিধানসভা নির্বাচন(Assembly elections)। আর সহজ করে বললে এই ৭ দফা প্রযোজ্য শুধুমাত্র উত্তরপ্রদেশের ক্ষেত্রে। অন্যদিকে মণিপুরে ভোট হবে ২ দফায়(Voting in Manipur will be in two phases)।  মণিপুরে প্রথম দফার নির্বাচন হবে ২৭ ফেব্রুয়ারি। দ্বিতীয় দফার ভোট মার্চের ৩ তারিখ হবে বলে নির্বাচন কমিশনের(Election Commission) তরফে ঘোষণা করা হয়েছে। অন্যদিকে ৫ রাজ্যেই ভোট গণনা হবে আগামী ১০ মার্চ। প্রসঙ্গত উল্লেখ্য, এর আগে ২০১৭ সালের বিধানসভা নির্বাচন মণিপুরে(Assembly elections of 2017 are in Manipur) হয়েছিল ২ দফায়। এবারেও সেই নিয়মের বদল হল না।

শেষ বারের নির্বাচন কমিশনের নির্ঘণ্ট বলছে প্রথম দফায় মণিপুরে ৩৮ বিধানসভা কেন্দ্রে ভোট হয়েছিল ৪ মার্চ। বাকি ২২টি আসনে দ্বিতীয় দফায় ভোট হয়েছিল ৮ মার্চ। তবে সেই বার ভোট গণনা হয়েছিল ১১ মার্চ। এবার হচ্ছে একদিন আগে। তবে করোনা উদ্বেগ মাথায় রেখেও ভোটের মরসুমে কোনও বদল এল না মণিপুরে। যদিও প্রতিরাজ্যেই ভোট প্রক্রিয়ার সময় কোভিড বিধি পালনের উপর বিশেষ ভাবে জোর দেওয়া হচ্ছে কমিশনের তরফে। এমনকী আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত রোড শো, বাইক ব়্যালিতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। জোর দিতে হবে শুধুমাত্র ভার্চুয়াল ব়্যালিতে। অন্যদিকে বাড়ি বাড়ি গিয়ে প্রচারের ক্ষেত্রেও রয়েছে নিষেধাজ্ঞা। সেই ক্ষেত্রে মাত্র ৫ জন কর্মী নিয়েই বাড়ি বাড়ি প্রচারে যেতে পারবেন রাজনৈতিক নেতারা।

Latest Videos

আরও পড়ুন- কংগ্রেসের সঙ্গে লড়াইয়ে আপ-বিজেপির, কেমন ছিল ২০১৭ সালের পঞ্জাব বিধানসভার ফল

এদিকে শেষ বিধানসভা নির্বাচনের ফলাফল বলছে মনিপুরের ৬০ আসনের মধ্যে কংগ্রেস জিতেছিল মাত্র ২৮টি আসন। অন্যদিকে বিজেপি-র দখলে আসে ২১টি আসন। নাগা পিপলস পার্টি এবং ন্যাশনাল পিপলস পার্টিও মোটের উপর ভালো ফল করেছিল। তবে এবারের ভোটে কে কতটা ভালো ফল করে এখনও সেটাই দেখার। অন্যদিকে সবথেকে বেশি দফায় ভোট হতে চলেছে উত্তরপ্রদেশে। সেখানে ভোট হবে মোট সাত দফায়। প্রথম দফা হবে ১০ ফেব্রুয়ারি, দ্বিতীয় দফা ১৪ ফেব্রুয়ারি, তৃতীয় দফা ২০ ফেব্রুয়ারি, চতুর্থ দফা ২৩ ফেব্রুয়ারি, পঞ্চম দফা ২৭ ফেব্রুয়ারি, ষষ্ঠ দফা ৩ মার্চ এবং সপ্তম দফা ৭ মার্চ হবে বলে নির্বাচন কমিশনের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari: 'কয়লার ৭৫ ভাগ তৃণমূলের পকেটে যায়' বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর
‘সরকারকে প্রশ্ন করলেই সরকার উলঙ্গ হয়ে যাবে!’ বক্তব্য রাখতে না দেওয়ায় বিস্ফোরক Sajal Ghosh
Mamata Banerjee Live: নবান্নে সাংবাদিক সম্মেলনে মমতা, দেখুন সরাসরি
Suvendu Adhikari Live: বিধানসভার বাইরে মুখোমুখি শুভেন্দু অধিকারী, দেখুন সরাসরি
‘অনেকদিন পর কেষ্টদা ফিরেছে তাই একটু বিশৃঙ্খলা হচ্ছে’ অদ্ভুত ব্যাখ্যা Satabdi-র! | Satabdi Roy News