Maoist Encounter: ছত্তিশগড়ে বড় সাফল্য নিরাপত্তাবাহিনীর! গুলির লড়াইতে খতম মাওবাদী নেত্রী

Published : Jun 21, 2025, 02:00 PM IST
maoist encounter

সংক্ষিপ্ত

Maoist Encounter: মাওবাদমুক্ত ভারতই একমাত্র লক্ষ্য। আর সেইজন্যই আরও এক কদম এগোল দেশের নিরাপত্তাবাহিনী।

Maoist Encounter: নিরাপত্তাবাহিনীর অভিযানে মৃত্যু হল এক মহিলা মাওবাদী নেত্রীর। শুক্রবার, সকালে এই বিশেষ অভিযানটি চালানো হয় ছত্তিশগড়ের কাঁকের জেলায়। এই নিয়ে চলতি বছরের জানুয়ারি মাস থেকে এখনও পর্যন্ত শুধুমাত্র বস্তার এলাকাতেই মৃত্যু হল মোট ২১৩ জন মাওবাদীর।

মাওবাদমুক্ত ভারতের লক্ষ্যে আরও বড় সাফল্য নিরাপত্তাবাহিনী

পুলিশের তরফ থেকে জনানো হয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে ছোটেবেথিয়া থানা এলাকায় অভিযান চালায় ডিআরজি, বিএসএফ এবং পুলিশের যৌথবাহিনী। আগে থেকেই খবর ছিল, কত্রি নদীর তীরে জঙ্গলঘেরা আমাতোলা এবং কালপার গ্রামে লুকিয়ে রয়েছে বেশ কয়েকজন মাওবাদী। সেইমতোই, এলাকা ঘিরে শুরু হয়ে যায় তল্লাশি অভিযান। কিন্তু পিছু হঠার জায়গা না পেয়ে রীতিমতো কোণঠাসা হয়ে পরে দেশের শত্রু মাওবাদীরা। 

আর তারপরেই নিরাপত্তাবাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে মাওবাদীরা। সঙ্গে সঙ্গে পাল্টা জবাব দেয় নিরাপত্তাবাহিনীও। দীর্ঘক্ষণ দুই পক্ষের মধ্যে গুলির লড়াই চলার পর, অবেশেষে মৃত্যু হয় এক মহিলা সহ এই ভয়ঙ্কর মাওবাদী নেত্রীর। তাছাড়া ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ অস্ত্র। 

উল্লেখ্য, ২০২৬ সালের মার্চ মাসের মধ্যে মাওবাদমুক্ত ভারত গড়ার বার্তা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর তারপর থেকেই ছত্তিশগড়, অন্ধ্রপ্রদেশ এবং ঝড়খণ্ডের মতো মাওবাদী অধ্যুষিত রাজ্যগুলিতে মাওবিরোধী অভিযান মারাত্মক গতি পেয়েছে। গোয়েন্দাদের মতে, বর্তমানে ছত্তিশগড়-তেলেঙ্গানা সীমান্তবর্তী কারেগুট্টা পাহাড়ি এলাকা মাওবাদীদের অন্যতম একটি শক্তঘাঁটি বলে পরিচিত। 

সেই এলাকা থেকে মাওবাদের শিকড়কে উপড়ে ফেলতে প্রায় ৩ হাজারেরও বেশি আধাসেনাকে নামানো হয়েছে। গত ২১ এপ্রিল থেকে ঐ অঞ্চলে শুরু হয়েছে বিশেষ অভিযান। পাশাপাশি দেশের বাকি অংশেও লাগাতার অভিযান চালাচ্ছে নিরাপত্তাবাহিনী। এবার সেই অভিযান থেকেই এল ফের বিরাট সাফল্য।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

রাহুলে বিরক্ত মোদী! খাড়্গেকে টপকে শশী থারুরকে আমন্ত্রণ, রাষ্ট্রপতি ভবনে নৈশভোজে মোদী-পুতিন
পুতিনকে গার্ড অফ অনার: দেখে নিন রাষ্ট্রপতি ভবনের ৫টি বিশেষ মুহূর্তের ছবি