ফের চলন্ত ট্রেনে আগুন আতঙ্ক, ভস্মীভূত অমৃতসর-সহর্ষা এক্সপ্রেসের কামরা

Published : Oct 18, 2025, 12:31 PM IST
Asianet News

সংক্ষিপ্ত

Amritsar Saharsa train Accident News: রেলের বিপত্তি যেন কিছুতেই কাটছে না। ফের চলন্ত ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা সামনে এলো। কোথায় ঘটেছে এই ঘটনা? বিস্তারিত জানতে পড়ুন স,ম্পূর্ণ প্রতিবেদন… 

Amritsar Saharsa train Accident News: চলন্ত গরিব রথ ট্রেনে ভয়াবহ আগুন! তিনটি কোচ ক্ষতিগ্রস্ত, আতঙ্কে হুড়োহুড়ি যাত্রীদের মধ্যে শনিবার সকালে রীতিমতো চাঞ্চল্যকর ঘটনা পঞ্জাবের অম্বালা ও সিরহিন্দ স্টেশনের মাঝে। অমৃতসর থেকে সহর্ষাগামী গরিব রথ এক্সপ্রেসে চলন্ত অবস্থায় হঠাৎ আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে ট্রেনের একাধিক কামরায়। আতঙ্কে চিৎকার-চেঁচামেচিতে থমকে যায় গোটা এলাকা।

কী কারণে আগুন লাগল? 

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শর্ট সার্কিট থেকেই আগুন লাগে। ট্রেনের ১৯ নম্বর কামরা থেকে প্রথমে ঘন কালো ধোঁয়া বের হতে দেখা যায়। সঙ্গে সঙ্গে লোকো পাইলট ইমার্জেন্সি ব্রেক কষে ট্রেন থামিয়ে দেন। আতঙ্কে যাত্রীরা মালপত্র নিয়ে দ্রুত ট্রেন থেকে নেমে পড়েন। এই হুড়োহুড়ির জেরে বেশ কয়েকজন যাত্রী আহত হন বলে জানা গেছে।

খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পৌঁছে যায় পুলিশ ও দমকল বাহিনী। এক ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। সিরহিন্দ জিআরপি-র এসএইচও রতন লাল জানিয়েছেন, ট্রেনের তিনটি কোচ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও কোনও প্রাণহানির খবর নেই, কেবল এক মহিলা যাত্রী সামান্য দগ্ধ হয়েছেন।

 

 

আগুন লাগার সঠিক কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। ঘটনাটির জেরে ওই রুটে ট্রেন চলাচল কিছুক্ষণের জন্য বন্ধ থাকে, পরে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক করা হয়। তবে কী কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে রেল কর্তৃপক্ষ। 

 

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

News Round Up: বাবরি মসজিদ নিয়ে মমতা-হুমায়ুন তরজা থেকে দেশজুড়ে ইন্ডিগো-র বিমান বিপর্যয়, সারাদিনের খবর এক ক্লিকে
রাহুলে বিরক্ত মোদী! খাড়্গেকে টপকে শশী থারুরকে আমন্ত্রণ, রাষ্ট্রপতি ভবনে নৈশভোজে মোদী-পুতিন