'আপনারা কি ১০০ শতাংশ নিশ্চিত যে নবীনের মৃত্যু হয়েছে', ভারতীয় আধিকারিককে কাতর প্রশ্ন দাদার

কেন্দ্রীয় সরকারের আধিকারিকের তরফে জানানো হয়েছে, আজ সকালে রাশিয়ার তরফে মিসাইল ছোড়া হচ্ছিল। ঠিক সেই সময় কিছু জিনিস কেনার জন্য এক বন্ধুকে নিয়ে বাইরে বেরিয়ে ছিলেন নবীন। তখনই মিসাইল হামলায় তাঁদের মৃত্যু হয়।

রাশিয়া ইউক্রেন যুদ্ধ (Ukraine-Russia Conflict) আজ ষষ্ঠ দিনে পা দিয়েছে। আর এই সংঘাতে এই প্রথম এক ভারতীয়র মৃত্যু (Indian Death) হল। গতকাল থেকেই খারকিভে (Kharkiv) মিসাইল হামলা (Missile Attack) চালাচ্ছে রুশ সেনা (Russian Army)। আর সেই হামলাতেই প্রাণ হারালেন কর্নাটকের বাসিন্দা নবীন (Naveen) নামে এক পড়ুয়া। আজ সকাল সাড়ে ১০টার সময়ই পরিবারের সঙ্গে কথা বলেছিলেন তিনি। আর বেলা ১টা নাগাদ তাঁর মৃত্যুর খবর কেন্দ্রীয় সরকারের (Central Govt) তরফে তাঁর বাড়ির সদস্যদের জানানো হয়। কয়েক ঘণ্টার মধ্যে যে এত বড় একটা অঘটন ঘটে যেতে পারে তা ভাবতেই পারছিলেন না নবীনের দাদা। প্রথমে ভেবেছিলেন কেন্দ্রীয় সরকারের আধিকারিকের হয়তো কোথাও কোনও ভুল হচ্ছে। যদিও দুঃখের সঙ্গেই কেন্দ্রীয় সরকারের আধিকারের তরফে নবীনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয় তাঁর পরিবারের সদস্যদের। 

কীভাবে মৃত্যু হয়েছে নবীনে?
কেন্দ্রীয় সরকারের আধিকারিকের তরফে জানানো হয়েছে, গতকাল ইউক্রেনের সঙ্গে বৈঠকের পর থেকেই নতুন করে হামলা চালাতে শুরু করে রাশিয়া। আজ সকালেও মিসাইল ছোড়া হচ্ছিল। ঠিক সেই সময় কিছু জিনিস কেনার জন্য এক বন্ধুকে নিয়ে বাইরে বেরিয়ে ছিলেন নবীন। তখনই মিসাইল হামলায় তাঁদের মৃত্যু হয়।

Latest Videos

কর্নাটকে নবীনের বাড়ির সামনে ভিড়

আরও পড়ুন- রাশিয়ান সেনার মিসাইল হামলায় ভারতীয় ছাত্রের মৃত্যু

যদিও নবীনের যে মৃত্যু হয়েছে তা প্রথমে মানতে পারছিলেন না তাঁর দাদা। তখন ওই সরকারি আধিকারিককে কাতর হয়ে তিনি প্রশ্ন করে যে, 'ওই যুবক যে নবীন সেই বিষয়ে আপনারা ১০০ শতাংশ নিশ্চিত?' এরপর রীতিমতো দুঃখের সঙ্গেই আধিকারিকের তরফে জানানো হয়, 'আমরা অত্যন্ত দুঃখের সঙ্গেই জানাচ্ছি যে ওই যুবক নবীন। আর তার সঙ্গে আরও একজনের মৃত্যু হয়েছে।' যদিও নবীনের দেহ পরিবারের হাতে কবে তুলে দেওয়া হবে সেই বিষয়ে এখনও পর্যন্ত নিশ্চিতভাবে কিছু জানাতে পারেননি ওই সরকারি আধিকারিক। 

শোকাহত নবীনের পরিবারের সদস্যরা

আরও পড়ুন- জীবন বাজি রেখে রুশ ট্র্যাঙ্ক রুখে দেওয়ার চেষ্টা, যুদ্ধের ইউক্রেনে ভাইরাল ভিডিও

ভারতীয় বিদেশমন্ত্রক সূত্রে আগে জানানো হয়, মৃত ছাত্রের নাম নবীন শেখরাপ্পা। তাঁর পাসপোর্ট নম্বর-S5613143, হাভেরি, কর্নাটক। ইউক্রেনে Arkitectora bekatova-তে থাকতেন তিনি। খারকিভ জাতীয় মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে এমবিবিএস পড়ছিলেন। ২২ বছর বয়েসী নবীনের সঙ্গে ছিলেন তাঁর এক বন্ধু। তিনিও স্টুডেন্ট কন্ট্রাক্টটর ছিলেন বলে জানা গিয়েছে।

আরও পড়ুন- গাড়ির তেল চাইতে গিয়ে বন্দি ২ রুশ সেনা, ইউক্রেনে যুদ্ধে গিয়ে বিপত্তি

এদিকে, ইউক্রেন জানিয়েছে রুশ সেনার হানায় ১৪ জন শিশু-সহ ৩৫২ জন সাধারণ মানুষের মৃত্যু হয়েছে। ইউক্রেনের দ্বিতীয় বড় শহর খারকিভের বেশ কয়েকটি আবাসিক এলাকার দখল ইতিমধ্যেই নিয়ে নিয়েছে রাশিয়া। খারকিভে আর্টিলারি হামলা চালাচ্ছে মস্কো। এই এলাকায় ১১জনের মৃত্যু হয়েছে বলেও দাবি করেছে কিয়েভ। 

Share this article
click me!

Latest Videos

'একত্রিত হতে হবেই, ওরা ৫০ পেরলেই শরিয়া আইন চালু করবে' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | News
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury