শ্রমিক স্পেশালে এবার জন্ম হল নবজাতকের, ফুটফুটে সন্তান নিয়ে বাড়ি ফিরলেন পরিযায়ী মা

  • দেশের নানা প্রান্ত থেকে বাড়ি ফিরছেন পরিযায়ীদের দল
  • শ্রমিক স্পেশাল ট্রেনেই এবার জন্ম হল নবজাতকের
  • গুজরাত থেকে বিহারের গ্রামে ফিরছিলেন পরিযায়ী মা
  • ট্রেনের সহযাত্রীদের সাহায্যে সন্তানের জন্ম দেন তিনি

গত পয়লা মে থেকে দেশের বিভিন্ন প্রান্তে আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের জন্য শ্রমিক স্পেশাল ট্রেন চালাচ্ছে ভারতীয় রেল। অনেকদিন অপেক্ষা করার পর তেমনই এক শ্রমিক স্পেশাল ট্রেনে বাড়ি ফেরার সুযোগ পেয়েছিলেন বিহারের সীতামারির বাসিন্দা এক মহিলা শ্রমিক। ঝুঁকি নিয়েই  বাড়ি ফেরার তাগিদে অন্তস্বত্ত্বা অবস্থাতেই গুজরাতের সুরাট থেকে  ট্রেনে উঠে পড়েন তিনি। ভেবেছিলেন  বাড়ি পৌঁছেই  সন্তানের জন্ম দেবেন তিনি। শ্রমিক স্পেশাল ট্রেনেই সন্তানের জন্ম দিলেন ওই মহিলা।

চলন্ত ট্রেনেই প্রসব যন্ত্রনা ওঠে ওই মহিলা শ্রমিকের। এরপর সহযাত্রীদের সাহায্যেই তিনি নবজাতকের জন্ম দেন । দানাপুর স্টেশনে ট্রেন থাকলে রেলের চিকিৎসক এসে সজ্যোজাতর নাড়ি কাটেন। চিকিৎসক জানান, মা ও সন্তান দুজনেই সুস্থ রয়েছে।

Latest Videos

 

 

ত্রিপুরা থেকে বিহারে ফেরার পথে সোমবার রাতে একই রকম ভাবে  শ্রমিক স্পেশাল ট্রেনে এক কন্যা সন্তানের জন্ম দেন আরেক পরিযায়ী মা। কাটিহারে স্টেশনের কাছে নবজাতকের জন্ম হয়।  

গত মার্চ মাসের ২৪ তারিখ মধ্যরাত থেকে দেশে লকডাউন শুরু হয়। তারফলে বাড়ি থেকে অনেক দূরে কাজ করতে যাওয়া পরিযায়ী শ্রমিকরা সেখানেই আটকে পড়েন। এদিকে লকডাউনের কারণে সবকিছু বন্ধ থাকায় তাঁদের রুজি রোজগারও বন্ধ হয়ে যায়। এমন অবস্থায় বাড়ি ফিরতে মরিয়া পরিযায়ীদের দল পায়ে হেঁটেই নিজেদের গন্তব্যের দিকে রওনা দেন। সেই দলে ছিলেন বহু অন্তস্বত্ত্বা মহিলাও। এমনই ৯ মাসের এক অন্তস্বত্ত্বা মহিলা চলিত মাসেই মহারাষ্ট্রের নাসিক থেরে মধ্যপ্রদেশের সাতনায় নিজের বাড়ি ফিরতে হাঁটতে শুরু করেন। মাঝপথেই সন্তানের জন্ম দেন তিনি। তারপর কোলে সদ্যজাতকে নিয়ে ১৫০ কিলোমিটার পথ অতিক্রম করে গ্রামে পৌঁছন তিনি।

চণ্ডীগড় থেকে মধ্যপ্রদেশে পায়ে হেঁটে ফেরার সময় এক মহিলা শ্রমিকও ১৮০ কিলোমিটার পর চলার পর কন্যা সন্তানের জন্ম দেন। সন্তান জন্মের এর ঘণ্টা পরেই ফের চলতে শুরু করেন তিনি। 

Share this article
click me!

Latest Videos

লজ্জা মমতার! জঙ্গিদের স্বর্গরাজ্য এই বাংলা!| Suvendu Adhikari #shorts #shortsvideo #suvenduadhikari
PM Modi Live : কুয়েতে Gulf Spic-এর ভারতীয় কর্মীদের সঙ্গে আড্ডা মোদীর, দেখুন সরাসরি
পুলিশের তৎপরতায় বানচাল ডাকাতির প্ল্যান! গ্রেফতার ২ অপরাধী, চাঞ্চল্য Birbhum-এ
Suvendu Adhikari: 'কত বড় জিহাদি, রামনবমীর মিছিলে ঢিল মেরে দেখাও', হুঙ্কার শুভেন্দুর
খাদান নিয়ে Dev কে বিশ্রী আক্রমণ রাজের, দেবের পাশে দাঁড়িয়ে পাল্টা দিলেন Aritra Dutta Banik