এবার তেলেঙ্গানা রাষ্ট্র সমিতির এমএলএ কেনার অভিযোগ উঠলো বিজেপীর বিরুদ্ধে। বৃহস্পতিবার রাঙ্গা রেড্ডির বাড়িতে ১০০ কোটি টাকা দিয়ে কেনা হয়েছে ওই তিন এমএলএ কে- এমন অভিযোগ তুলে এফআইআর দায়ের করা হয় তাদের বিরুদ্ধে।
এবার তেলেঙ্গানা রাষ্ট্র সমিতির এমএলএ কেনার অভিযোগ উঠলো বিজেপীর বিরুদ্ধে। শনিবার তেলেঙ্গানা হাই কোর্টের নির্দেশাবলীতে স্পষ্ট বলা হয় যে ওই তিন অভিযুক্তকে এমএলএকে যত তাড়াতাড়ি সম্ভব পুলিশের কাছে আত্মসমর্পণ করতে হবে। নাহলে কোর্ট বাধ্য হবে পুলিশকে আরও বিস্তারিত তদন্তের নির্দেশ দিতে। শনিবার এই নির্দেশ পাওয়ার পর সাইবেরাবাদের পুলিশ তদন্ত -সাপেক্ষ ব্যক্তিদের গ্রেপ্তার করার আর্জি জানায় কোর্টে।
এর আগেও সাইবেরাবাদের পুলিশ , দুর্নীতি দমন ব্যুরোর কোর্টে আর্জি জানিয়েছিল ওই তিন অভিযুক্ত এমএলএকে গ্রেপ্তার করার জন্য। কিন্তু তাদের সেই দাবি খারিজ হলে পুলিশ দ্বারস্থ হয় হাই কোর্টের। সাইবেরাবাদের পুলিশ এসিবি কোর্টের এই আদেশকে খানিক চ্যালেঞ্জ জানিয়েই গিয়েছিলো হাইকোর্টে। অবশেষে হাই কোর্টের এই নির্দেশনামায়
যারপরনায় খুশি সাইবেরাবাদের পুলিশ। এই নির্দেশাবলী পালন করেই ওই তিন অভিযুক্ত এমএলএকে শনিবার গ্রেপ্তার করে । অভিযুক্ত ওই তিনজন হলেন - রামচন্দ্র ভারতী , যার ওপর এক নাম সতীশ শর্মা , নন্দ কুমার এবং সিম্হায়াজি সামহৎ। বুধবার রাঙা রেড্ডির বাগান বাড়িতে তাদের কেনা হয়েছে বলে অভিযোগ উঠেছিল তাদের বিরুদ্ধে। এবং অভিযোগ তোলেন টিআরএস এর ওপর এক এমএলএ রোহিত রেড্ডি ।
বৃহস্পতিবার রাঙ্গা রেড্ডির বাড়িতে ১০০ কোটি টাকা দিয়ে কেনা হয়েছে ওই তিন এমএলএ কে- এমন অভিযোগ তুলে এফআইআর দায়ের করা হয় তাদের বিরুদ্ধে। এই অভিযোগের সাপেক্ষেই পুলিশ তৎপরতার সঙ্গে বিষয়টির তদন্তে নামে। তদন্তে নেমে একাধিক প্রমান পাওয়া গেলে তারা গ্রেপ্তার করার আর্জি জানায় কোর্টে।রোহিত রেড্ডির বয়ান অনুযায়ী , বিজেপি বার বার তাদের ভয় দেখাতো। এমনকি বিজেপিতে যোগ না দিলে ইডি বা সিবিআই দিয়ে তাদের বাড়িতে রেড করার হুমকিও তাদের দেওয়া হতো নিয়মিত । তবে বিজেপি এই মিথ্যে অভিযোগের বিরুদ্ধে ইতিমধ্যেই দ্বারস্থ হয়েছে আইনের। বিজেপির ইউনিয়ন মন্ত্রী কৃষ্ণা জে রেড্ডি জানিয়েছেন যে " এই ঘটনাই প্রমান করে যে টিআরএস ভয় পেয়েছে বিজেপির সঙ্গে লড়াইয়ের ময়দানে নামতে , তাই এমন মিথ্যে অভিযোগের ফাঁদ পেতেছেন তারা। "
মধ্যপ্রদেশে প্রতারণার স্বীকার কৃষকরা, ভয় দেখিয়ে তাদের ২০০ একর জমি হরফ করল এক সংস্থা
অমিত শাহ - মমতা মুখোমুখি হচ্ছেন না, আপাতত স্থগিত নবান্নের বৈঠক