অনুপ্রেরণায় নরেন্দ্র মোদী! সরকারি অফিসের বাতিল জিনিস বিক্রি করে কোটি কোটি টাকা আয়

Published : Nov 10, 2024, 05:52 PM ISTUpdated : Nov 10, 2024, 05:53 PM IST
Narendra Modis Cabinet  Check List of 30 Cabinet Ministers and 7 New Faces bsm

সংক্ষিপ্ত

কেন্দ্রীয় সরকারের এই কৃতিত্বের প্রশাংসা করেছেন নরেন্দ্র মোদী। আবার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং একটি লেখা পোস্ট করে গোটা ঘটনার কথা জানিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি কৃজ্ঞতা প্রকাশ করেছে। 

সরকারি অফিসের বাতিল হয়ে যাওয়া, ফেলে দেওয়া সামগ্রী বিক্রি করে মাত্র তিন বছরে মোদী সরকার আয় করেছে ২৩৬৪ কোটি টাকা। ২০২১-২৪ সলে কেন্দ্রীয় সরকার স্বচ্ছতা প্রচার অভিযান কর্মসূচিতেই সরকারি অফিসের বাতিল ও নষ্ট হয়ে যাওয়া সম্পত্তি বিক্রি করেই এই কোটি কোটি টাকা আয় করেছেন। সম্প্রতি শেষ হওয়া স্বচ্ছতা অভিযানের সময় কেন্দ্রীয় সরকার ৬৫০ কোটি টাকাও বেশি আয় করেছে বলে একটি সরকারি বিবৃতিতে জানান হয়েছে।

 

 

কেন্দ্রীয় সরকারের এই কৃতিত্বের প্রশাংসা করেছেন নরেন্দ্র মোদী। আবার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং একটি লেখা পোস্ট করে গোটা ঘটনার কথা জানিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি কৃজ্ঞতা প্রকাশ করেছে। কেন্দ্রীয় সরকারের হয়ে জিতেন্দ্র সিং বলেছেন, 'প্রশংসনীয়! একটি দক্ষ ব্যবস্থাপনা ও সক্রিয় পদক্ষেপ নেওয়ায় এই প্রচেষ্টা দুর্দান্তভাবে সফল হয়েছে।' তিনি আরও বলেছেন এরজন্য পুরো কৃতিত্ব নরেন্দ্র মোদী। তিনি আরও জানিয়েছেন, সাফাই অভিযানকে আরও দৃঢ়়তার সঙ্গে গ্রহণ করতে হবে। পরিষ্কার-পরিচ্ছন্নতা ও অর্থনৈতিক বিচক্ষণতা - এই দুটি এর মধ্যে থাকে। তিনি আরও জানিয়েছেন, প্রধানমন্ত্রী মোদীর নির্দেশে অনুপ্রাণিত হয়েই এই প্রক্রিয়া চালু করা হয়েছিল। তিনি জানিয়েছেন, বিশেষ প্রচার অভিযান ৪.০ অক্টোবরের ২-৩১ পর্যন্ত হয়েছিল। সেই সময় ৬৫০ কোটিরও বেশি আয় করা হয়েছে। ৯ নভেম্বর একটি বিবৃতি জারি করে জনিয়েছেন প্রতিমন্ত্রী। তিনি জানিয়েছেন, চলতি প্রচার অভিযানে ৫.৯৭ লক্ষেরও বেশি এলাকায় স্বচ্ছতার প্রচার করা হয়েছে। ১৯০ লক্ষ বর্গফুট এলাকা থেকে সরিয়ে ফেলা হয়েছে বাতিল হয়ে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়া জিনিস।

কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন প্রত্যেক বছরই প্রচার অভিযানে এলাকা বাড়ান হচ্ছে। সাফাই অভিযান আরও শক্তপোক্ত করা হচ্ছে। সাফাই অভিযানকে নাগরিক জীবনের সঙ্গে যুক্ত করার পরিকল্পনাও নেওয়া হচ্ছে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

প্রার্থী পদ বিক্রি ৫ কোটিতে, এই দাবির পরই নভজ্যোত সিধু ও তাঁর স্ত্রীকে সাসপেন্ড করল কংগ্রেস
৮২৭ কোটি টাকা যাত্রীদের এখনও পর্যন্ত ফেরত দিয়েছে , বিবৃতি দিয়ে জানিয়ে দিল IndiGo