সরকার আরও জানিয়েছে, ইতিমধ্যেই কেন্দ্রীয় সিভিল সার্ভিস পেনশন রুলস, ২০২১ এবং অখিল ভারতীয় সার্ভিস রুলস, ১৯৫৮-এর আওতায় কর্মীদের জন্য স্বেচ্ছায় অবসর (Voluntary Retirement) নেওয়ার সুযোগ খোলা রয়েছে। নির্দিষ্ট শর্ত পূরণ করলে কর্মীরা ব্যক্তিগত, পারিবারিক বা স্বাস্থ্যজনিত কারণে নির্ধারিত বয়সের আগেই অবসর গ্রহণ করতে পারেন।