প্রতি মাসে অ্যাকাউন্টে ঢুকবে ৩ হাজার, ভাতা দেবে মোদী সরকার, অনলাইনে আবেদন করুন এই প্রকল্পের জন্য

Published : Feb 14, 2025, 05:25 PM IST

কেন্দ্র সরকারের নতুন প্রকল্পে মাসে ৩০০০ টাকা ভাতা, দুর্ঘটনা বীমা সহ নানা সুবিধা। ২০ কোটির বেশি মানুষ ইতিমধ্যেই নাম নথিভুক্ত করেছেন।

PREV
111

বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা রাজ্যবাসীর সুবিধার্থে ভাতা দিয়ে থাকেন। বৃদ্ধদের জন্য ভাতা তো আছেই সঙ্গে মহিলাদের দেওয়া হয় ভাতা।

211

তেমনই কোনও কোনও রাজ্যে পড়ুয়াদেরও ভাতা দিয়ে থাকে রাজ্য সরকার। মাসে মেলে ১০০০ থেকে ২০০০ টাকা।

311

তেমনই কেন্দ্রীয় সরকারও পিছিয়ে পড়া দেশবাসীকে নানান বাড়তি সুযোগ সুবিধা দিয়ে থাকে।

411

এবার রাজ্যবাসীকে মাসে মাসে ৩০০০ টাকা করে দেবে মোদী সরকার। চালু হচ্ছে নয়া যোজনা।

511

এই নয়া যোজনায় নাম নথিভুক্ত থাকলে মিলবে পেনশন। সঙ্গে দুর্ঘটনা জনিত বীমা এবং প্রচুর রকমের সুবিধা পেতে পারেন।

611

এখনও পর্যন্ত ২০ কোটিরও বেশি মানুষ এই যোজনায় নাম নথিভুক্ত করেছে। সরকারি কল্যাণমূলক প্রকল্পের ওয়েব সাইট থেকে আবেদন করতে পারবেন।

711

তাই দেরি না করে ই শ্রম কার্ড যোজনায় নাম নথি ভুক্ত করুন। এতে মাসে মিলবে ৩ হাজার টাকা।

811

কর্ড হোল্ডারের কোনও রকম দুর্ঘটনাজনিত কারণে মৃত্যু হলে পরিবার ২ লক্ষ টাকা পাবেন এককালীন।

911

তিনি যদি আহত হন বা প্রতিবন্ধী বন তাহলে ১ লক্ষ টাকা পাবেন। গৃহহীনরা আবেদন করতে বাড়ি তৈরির টাকা দেবে সরকার।

1011

এই যোজনায় নাম থাকলে গর্ভবতী মহিলারাদের বিশেষ আর্থিক সহায়তা দেবে। সঙ্গে বাচ্চার পড়াশোনার খরচ দেবে সরকার।

1111

এই যোজনায় আবেদন করতে বয়স ১৬ থেকে ৫৯-র মধ্যে হতে হবে। তেমনই নির্দিষ্ট আয়ের উৎস নেই এমন শ্রমিক আবেদন করতে পারবেন।

click me!

Recommended Stories