Modi On Diwali Celebration: আলোর উৎসবে মেতে উঠেছে গোটা দেশ। আর যাদের জন্য নিশ্চিন্তে দেশবাসী দীপাবলির আনন্দ উৎযাপন করতে পারছেন এবার তাঁদের সঙ্গে দিওয়ালি সেলিব্রেশনে মাতলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
সোমবার দিওয়ালি উপলক্ষে আগেই গোয়ায় পৌঁছে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতীয় নৌ সেনার সঙ্গে এদিন দিওয়ালির আনন্দ ভাগ করে নেন প্রধানমন্ত্রী। শুধু তাই নয়, দেশবাসী যখন দিওয়ালির আনন্দে মাতোয়ারা ঠিক তখন প্রধানমন্ত্রী গোয়ায় ভারতীয় নৌ সেনার আইএনএস বিক্রান্তে বসে স্মৃতিচারণ করলেন অপারেশন সিঁদুর ও পঁহেলগাম হামলার। প্রশংসায় ভরালেন ভারতীয় তিন বাহিনীকে।
25
সশস্ত্র বাহিনীর সঙ্গে দিওয়ালি পালন
প্রতি বছরের মতো এ বছরও ভারতীয় সশস্ত্র বাহিনীর সঙ্গে আলোর উৎসবে সামিল হয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার সকালেই গোয়ায় উড়ে যান তিনি। সেখানে ভারতীয় নৌ বাহিনী ও কারওয়ার উপকূলে বিমান বাহিনীর সঙ্গে ভাগ করে নেন দীপাবলির আনন্দ। একই সঙ্গে ভারতীয় তিন বাহিনীকে বিশেষ বার্তা দেন নমো।
35
প্রধানমন্ত্রীর বার্তা
গোয়ায় আইএনএস বিক্রান্তে বসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন যে, ‘’মাত্র কয়েক মাস আগেই আইএনএস বিক্রান্তের নাম শুনে পাকিস্তানের রাতের ঘুম উড়ে গিয়েছিল। ভারতীয় সশস্ত্র বাহিনীর শক্তির প্রতীক হল এই স্বদেশী রণতরী। যা আরব সাগরের বুক চিরে শত্রু দেশের ঘুম কেড়ে নিয়েছিল।''
প্রধানমন্ত্রী আরও জানান যে, এই আইএনএস রণতরী শুধু শত্রুর ঘুম কাড়তেই সক্ষম নয়, এই আইএনএস বিক্রান্ত এবং ব্রহ্মসের মতো ক্ষেপণাস্ত্রগুলি শত্রুর মোকাবিলায় নিজেদের ক্ষমতা প্রদর্শন করতে সক্ষম। তিনি মনে করিয়ে দেন যে, অপারেশন সিঁদুরের সময় ভারতীয় তিন বাহিনী কীভাবে শত্রুর ডেরায় গিয়ে হামলা করেছিল। প্রধানমন্ত্রী বলেন, ‘’আইএনএস বিক্রান্ত শুধু স্বদেশী রণতরীই নয়। এটি হল মেড ইন ইন্ডিয়ার পূর্ণ শক্তির প্রতীক।''
55
ভারতীয় সেনাকে আত্মনির্ভরতার বার্তা
দেশসেবায় সেনাকে আত্মনির্ভর হওয়া কতটা জরুরি সে কথাও এদিন বলেন প্রধানমন্ত্রী। তিনি জানান, ভারতীয় তিন বাহিনীর জন্য সমস্ত সশস্ত্র যান যেদিন নিজেদের দেশের মাটিতে তৈরি হবে সেদিন ভারত আরও আত্মনির্ভরতার দিকে এগিয়ে যাবে। যদিও বর্তমানে ভারতের তিন বাহিনীর যাবতীয় প্রয়োজনীয় জিনিসের বেশিরভাগটাই দেশেই তৈরি হয় বলেই জানিয়েছেন তিনি।