ঝাড়খণ্ড জয়ে বড় ভূমিকা নেবে তৃতীয় দফা। গুরুত্ব বুঝে নিজেই টুইট করলেন প্রধানমন্ত্রী। রাজ্যের যুব প্রজন্মকে ভোট দেওয়ায় আহ্বান জানালেন প্রধানমন্ত্রী। পাশাপাশি বেশি ভোট নথিভুক্ত করারা জন্য এগিয়ে আসতে বললেন ৮ জেলার ১৭ কেন্দ্রের অধিবাসীদের।
The third phase of Jharkhand polls will take place today.
Urging all those whose seats go to the polls today to vote in large numbers. I particularly urge my young friends to vote.
— Narendra Modi (@narendramodi) December 12, 2019
সব মিলিয়ে তৃতীয় দফায় ঝাড়খণ্ডে ভোট নথিভুক্ত করবেন ৫৬ লক্ষ ভোটার। সকাল থেকেই শীতকে উপেক্ষা করে লম্বা লাইন পড়েছে ভোটের লাইনে। হাজারিবাগে ভোট দিতে লাইনে দাঁড়িয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি সাংসদ জয়ন্তে সিংহা। ঝাড়খাণ্ডের রাজনীতির দিকে তাকালে দেখা যাবে , তৃতীয় দফাতেই ভাগ্য নির্ধারিত হবে বেশকিছু ওজনদার নেতার। যাদের মধ্যে নাম রয়েছে তিন মন্ত্রীর। এই মন্ত্রী তালিকায় রয়েছেন সিপি সিং, রামচন্দ্র সাহি, নীরা যাদব, রাজ্য়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী বাবুলাল মারান্ডি ছাড়াও প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী সুদেশ মাহাতোর নাম।
#JharkhandAssemblyElections: People queue up to cast their votes at a polling station in Bokaro during the third phase of voting for assembly elections. pic.twitter.com/5u9mMgl0cI
— ANI (@ANI) December 12, 2019
নির্বাচন কমিশনের নিয়ম মেনে সাধারণ ভাবে সব জায়গায় ভোট শুরু হয়েছে সকাল ৭টা থেকে। চলবে বিকেল ৫টা পর্যন্ত। কিন্তু নিরাপত্তার কথা মাথায় রেখে কিছু জায়গায় সকাল সাতটা থেকে দপুর তিনটে পর্যন্তই ভোট দিতে পারবে সাধারণ মানুষ। সকাল থেকেই দীর্ঘ লাইন পড়েছে রাঁচি,রামগড়, কাঁকে, বরকথায়।