সংবিধানের ৩৭০ ধারা বিলোপের মিলছে সুফল, জম্মু-কাশ্মীরে এখন অনেক বেশি নিরাপদ সাধারণ নাগরিকরা

  • সংবিধানের ৩৭০ ধারা বিলোপের ফল পাচ্ছে জম্মু ও কাশ্মীর
  • জম্মু-কাশ্মীরে নাশকতার ঘটনা কমেছে ৫৪ শতাংশ
  • স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রী জি কিষান রেড্ডি জানালেন লোকসভা
  • ৩৭০ ধারা বিলোপের পর কতজন নাগরিক ও নিরাপত্তারক্ষী প্রাণ হারান তারও হিসেব দেন

Asianet News Bangla | Published : Sep 21, 2020 11:46 AM IST / Updated: Sep 21 2020, 05:18 PM IST

কাশ্মীরে সংবিধানের ৩৭০ ধারা বিলোপের পর নাশকতার ঘটনা কমেছে ৫৪ শতাংশ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের রিপোর্ট বলছে, গত কয়েক বছরের তুলনায় এবার উপত্যকায় নাশকতার ঘটনা অর্ধেক হয়েছে। ৩৭০ ধারা বিলোপের জন্যই এমন সাফল্য বলে দাবি করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।

২০১৯ সালের ৫ অগস্ট কাশ্মীরে সংবিধানের অনুচ্ছেদ ৩৭০ ও ৩৫এ বাতিল ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কেন্দ্রীয় সরকারের এমন সিদ্ধান্তে পর দীর্ঘদিন কাশ্মীরিদের সমস্যা হয়েছিল। জনজীবন বিপর্যস্ত হয়েছিল। তবে সাময়িক কষ্ট হলেও এই সিদ্ধান্ত সুদূরপ্রসারী ফল দিচ্ছে। সংসদে এমনটাই জানালেন স্বরাষ্ট্রমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী জি কিষান রেড্ডি। 

স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিমন্ত্রী জি কিষান রেড্ডি জানান ২০১৯ সালের ৫ আগস্ট থেকে ২০২০ সালের ৩১ আগস্টের মধ্যে ৪৫ জন নাগরিক ও ৪৯ জন নিরাপত্তারক্ষী প্রাণ হারিয়েছেন কাশ্মীরে। 

 

 

গত এক বছরে জম্মু-কাশ্মীরে জঙ্গিদের টার্গেট হয়েছেন নেতা-মন্ত্রীরা। পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে বিজেপি নেতা, জঙ্গিদের হাতে খুন হয়েছেন অনেকেই। এমনকী দিনকয়েক আগেই জম্মুর একাধিক বিজেপি ও কংগ্রেস নেতাকে হুমকি চিঠি পাঠিয়েছিল হিজবুল মুজাহিদিন। তার পর থেকে উপত্যকার নেতারা ভয়ে কাঁটা হয়ে রয়েছেন। জঙ্গি সংগঠনের তরফে নেতা-মন্ত্রীদের ইস্তফা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশ না মানলে চরম ফল ভোগ করতে হবে বলে হুমকি দেওয়া হয়েছে। তবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের রিপোর্ট বলছে, গত কয়েক বছরের তুলনায় এবার উপত্যকায় নাশকতার ঘটনা অর্ধেক হয়েছে। ৩৭০ ধারা বিলোপের জন্যই এমন সাফল্য বলে দাবি করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রী শ্রী রেড্ডি আগেই  রাজ্য সভায় জানিয়েছেন, গত বছরের ৫ অগস্ট থেকে ২০২০-র ৯ সেপ্টেম্বর পর্যন্ত জঙ্গি হামলার ঘটনা ঘটেছে ২১১টি। ২০১৮ ও ২০১৯-এর ওই একই সময়ে ৪৫৫টি হামলার রেকর্ড রয়েছে। তিনি এমনও দাবি করেছেন যে গত এক বছরে উপত্যকায় কোনও বড় জঙ্গি হামলার ঘটনা ঘটেনি।

Share this article
click me!