সুখের দিন শেষ, মন্দার বাজারে খাওয়ার খরচা বাড়ল সাংসদদের

Published : Dec 05, 2019, 05:32 PM IST
সুখের দিন শেষ, মন্দার বাজারে খাওয়ার খরচা বাড়ল সাংসদদের

সংক্ষিপ্ত

দেশের অর্থনৈতিক অবস্থা বেহাল এই অবস্থায় লোকসবার ক্যান্টিনে ভর্তুকি তুলে দেওয়া হল এই বিষয়ে সাংসদরা সকলে একমত ফলে এখন থেকে প্রায় ৮০ শতাংশ বাড়বে খাওয়ার খরচ

এতদিন সংসদের ক্যান্টিনে ভর্তুকি-তে বেশ সস্তায় খাওয়া-দাওয়া সাড়তেন সাংসদরা। কিন্তু, বৃহস্পতিবার থেকে সেই সুখের দিন গেল। অর্থনৈতিক মন্দার বাজারে সাংসদরা সকলে মিলে সিদ্ধান্ত নিলেন সেই ভর্তুকি তুলে দেওয়ার। ফলে অন্তত পক্ষে ৮০ শতাংশ করে বাড়ছে তাদের খাওয়ার খরচ।  

জানা গিয়েছে, লোকসভায় স্পিকার ওমপ্রকাশ বিড়লা-ই সংসদের ক্যান্টিনের ভর্তুকি তুলে দেওয়ার সুপারিশ করেন। এরপর সব দলের প্রতিনিধিরা এবং লোকসভার বিজনেস অ্যাডভাইসারি কমিটির সদস্যরা সকলে মিলে এই সিদ্ধান্তে সিলমোহর লাগান। ফলে এখন থেকে লোকসবার ক্যান্টিনে খেতে গেলে চড়া মূল্য দিতে হবে সাংসদদের।

এতদিন লোকসভা ক্যান্টিনের য়া খরচা ছিল -

পদদাম (টাকা)
পাঁউরুটি এবং মাখন
চাপাটি
চিকেন কারি ৫০
চিকেন কাটলেট (প্রতি প্লেট)৪১
তন্দুরি চিকেন ৬০
কফি
প্লেন ধোসা ১২
ফিশ কারি ৪০
হায়দরাবাদি চিকেন বিরিয়ানি৬৫
মাটন কারি ৪৫
ভাত
স্যুপ১৪

২০১৫ সালেই জানা গিয়েছিল লোকসভা ক্যান্টিনে প্রায় ৮০ শতাংশ ভর্তুকি দেওয়া হয়। তাই নিয়ে সেই সময়ই প্রব হইচই হয়েছিল। সেই সময় বিজেডি লোকসভা সাংসদ বৈডয়ন্ত জয় পান্ডা স্পিকার-কে একটি চিঠি দিয়ে জানিয়েছিলেন জনস্বার্থে এই ভর্তুকি তুলে দেওয়া উচিত। ওই বছর শীতকালীন অধিবেশনের শেষে জানানো হয়েছিল, স্পিকার সিদ্ধান্ত নিয়েছেন, লোকসভার ক্যান্টিনে খাওয়ার দেওয়ার ক্ষেত্রে 'নো প্রফিট', 'নো লস' নীতি নিয়ে চলবে। এতদিনে তা প্রয়োগ করা হল।

 

PREV
click me!

Recommended Stories

নতুন শ্রম আইনে আপনার বেতনের পরিমাণ খুব বেশি কমবে না,কারণ জানাল মন্ত্রক
যাত্রীদের সমস্যার 'ক্ষতে' ১০০০০ টাকার 'মলম'! IndiGo ভাউচার ঘোষণা করল