পুলিশ সূত্রের খবর, জেরায় খুনের দায় স্বীকার করে নিয়েছেন তিনি। তাঁকে গ্রেফতার করা হয়েছে শের-ই-পঞ্জাব কলোনি থেকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, জেরায় ৯০ বছরের বৃদ্ধ জানিয়েছেন স্ত্রী ও পুত্রবধূ তাঁর ওপরই নির্ভর ছিলেন।
স্ত্রী (Wife) ও পুত্রবধূকে (Daughter-In- Law) হত্যার (Murder) অভিযোগে গ্রেফতার করা হয়ে এক ৯০ বছরের বৃদ্ধকে। মুম্বইয়ের (Mumbai) মেঙওয়াড়ি থানার এক পুলিশ (Police) কর্তা সঞ্জীব পিম্পল জানিয়েছে, শয্যাসায়ী স্ত্রী ও মানসিকভারসাম্যহীন পুত্রবধূকে হত্যার দায় স্বীকার করে নিয়েছেন ৯০ বছরের ওই ব্যক্তি পুরুষোত্তম সিং। গ্রেফতার করার পর ধৃতকে তিন দিনের পুলিশ হেফাজতেও নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় পুলিশ কর্তারা।
কিন্তু কী কারণে খুন করা হয়েছে?
পুলিশ সূত্রের খবর, জেরায় খুনের দায় স্বীকার করে নিয়েছেন তিনি। তাঁকে গ্রেফতার করা হয়েছে শের-ই-পঞ্জাব কলোনি থেকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, জেরায় ৯০ বছরের বৃদ্ধ জানিয়েছেন স্ত্রী ও পুত্রবধূ তাঁর ওপরই নির্ভর ছিলেন। কিন্তু দুজনেই সম্পূর্ণ সূস্থ ছিলেন না। স্ত্রী দীর্ঘদিন ধরেই শয্যাসায়ী। রোগশয্য়ায় ছিলেন তিনি। পুত্রবধূও মানসিক ভারসাম্যহীন। সেই কারণে তিনি সর্বদা চিন্তায় থাকতেন তাঁর মৃত্যুর পর তাঁর পরিবারের দুই সদস্যের কী হবে তাই নিয়ে। পরিবারের দুই মহিলার যাতে কোনও সমস্যা না হয় সেই জন্যই তিনি দুজনকে হত্যা করেছিলেন।
তবে বৃদ্ধের পরিবারে আর কোনও সদস্য রয়েছে কিনা তা নিয়ে এখনও পর্যন্ত স্পষ্ট করে কিছু জানায়নি পুলিশ। তবে বৃদ্ধকে গ্রেফতারের আগেই মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তেমনই জানিয়েছে পুলিশ। পুলিশ সূত্রের খবর বৃদ্ধের পরিবারের বাকি সদস্যসহ তাঁর ছেলে জীবিত না মৃত তারও খোঁজখবর নেওয়া হচ্ছে।
অত্যাধুনিক এই যুগে সোশ্যাল মিডিয়ায় সকলেই অ্যাক্টিভ থাকলেও ব্যক্তিগত বা পারিবারিক জীবনে সকলেই একা হয়ে গিয়েছে। তেমনই মনে করেন মানোবীদরা। পুলিশের বয়ান অনুযায়ী সেই রকমই ছিল এই বৃদ্ধের জীবন। শয্যাসায়ী স্ত্রী ও মানসিক ভারসাম্যহীন পুত্রবধূকে নিজের বুকে আঁকড়ে রেখেছিলেন। কিন্তু বয়সের ভারে তিনিও ভারাক্রান্ত। ধীরে ধীরে মৃত্যুভয় এসেছিল তাঁর মনেও। সেই সঙ্গে দুঃশ্চিতা তাঁর মৃত্যুর পর কী হবে পুত্রবধূ ও স্ত্রীর। এই চিন্তা থেকে মুক্তি পেতেই তিনি স্ত্রী ও পুত্রবধূকে হত্যা করেন। মনোবীদদের কথায় বৃদ্ধ দুই মহিলাকে মুক্তি দিয়েই নিজে মরতে চেয়েছিলেন। সেই কারণেই ৯০ বছরে নিজের হাতে রক্ত লাগালেন।
উত্তর প্রদেশের ভোট-ছবি, প্রথম দফায় ভাগ্য পরীক্ষা ৬২৩ জনের
হিজাব ইস্যুতে বিকিনি-ঘোমটা-জিন্স প্রসঙ্গ , সমালোচনার মুখে প্রিয়াঙ্কা গান্ধী
নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিলে বিপত্তি, আটক বিক্ষুব্ধ তৃণমূল নেতা