মর্মান্তিক! স্ত্রীয়ের সঙ্গে বচসার জেরে ৩ মাসের সন্তানকে ছুঁড়ে ফেলল বাবা, ঘটনাস্থলেই মৃত শিশুকন্যা

Published : Feb 17, 2025, 01:15 PM ISTUpdated : Feb 17, 2025, 01:18 PM IST
মর্মান্তিক! স্ত্রীয়ের সঙ্গে বচসার জেরে ৩ মাসের সন্তানকে ছুঁড়ে ফেলল বাবা, ঘটনাস্থলেই মৃত শিশুকন্যা

সংক্ষিপ্ত

মর্মান্তিক! স্ত্রীয়ের সঙ্গে বচসার জেরে ৩ মাসের সন্তানকে ছুঁড়ে ফেলল বাবা, ঘটনাস্থলেই মৃত শিশুকন্যা

 শনিবার কুর্লায় বিনোবা ভাবে নগর পুলিশ ৩৪ বছর বয়সী এক ব্যক্তি, পারভেজ ফকরুদ্দিন সিদ্দিকিকে গ্রেফতার করেছে।  অভিযোগ, স্ত্রীর সঙ্গে ঝগড়ার পর রাগের মাথায় তিন মাস বয়সী কন্যা আফিয়া ফাতেমাকে হত্যা করে পারভেজ। জানা গিয়েছে, স্ত্রীর সঙ্গে বচসার জেরে সে তার মেয়েকে ছুড়ে ফেলে দেয়, যার ফলেই শিশুটির মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।

শিশুটির মা, সাবা পারভেজ সিদ্দিকির (২৬) দায়ের করা অভিযোগ অনুসারে, ঘটনাটি ঘটে দুপুর ১২ টার দিকে কুর্লার বিনোবা ভাবে নগরে অভিযুক্তের নিজের বাড়িতে। সেই সময়, সাবা তার বড় মেয়ে, দানিয়া ফাতেমাকে (৫) খাওয়াচ্ছিলেন, আর আফিয়াকে কোলে নিয়েছিলেন।

দানিয়া খাবার খেতে অস্বীকার করায় সাবা তাকে হালকা চড় মারেন, যার ফলে অত্যন্ত রেগে যান স্বামী পারভেজ। এর ফলে তাদের মধ্যে তুমুল ঝগড়া হয়, এবং পারভেজ অভিযোগ অনুসারে সাবার উপর হামলা চালায় এবং তারপর শিশুটিকে ছিনিয়ে নিয়ে মাটিতে ছুড়ে ফেলে। শিশুটিকে তৎক্ষণাৎ তার দিদিমা তুলে নেন, কিন্তু সে অবচেতন ছিল। পরিবারটি দ্রুত আফিয়াকে কুর্লার ভাবা হাসপাতালে নিয়ে যায়, যেখানে ভর্তির আগেই চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন বলে জানা গিয়েছে।

PREV
click me!

Recommended Stories

News Round Up: বঙ্গে জাঁকিয়ে ঠান্ডা থেকে সিরিজ থেকে ছিটকে গেলেন অজি পেশার, সারাদিনের খবর এক ক্লিকে
AI প্রযুক্তির উন্নতিতে জোর, ভারতকে ১৭.৫ বিলিয়ন ডলার সাহায্যের প্রস্তাব মাইক্রোসফট সিইও-র