তিন তালাক থেকে মুক্তি, বড় দাদা মোদীকে রাখী পাঠালেন বারাণসীর মুসলিম মহিলারা

Published : Aug 11, 2019, 06:42 PM IST
তিন তালাক থেকে মুক্তি, বড় দাদা মোদীকে রাখী পাঠালেন বারাণসীর মুসলিম মহিলারা

সংক্ষিপ্ত

প্রধানমন্ত্রীকে রাখী পাঠালেন বারাণসীর মুসলিম মহিলারা তিন তালাক নিষিদ্ধ হওয়ায় খুশি তাঁরা নরেন্দ্র মোদীকে বড় দাদা হিসেবে শুভেচ্ছা বিজেপি-র সাজানো প্রচার বলে অভিযোগ মুসলিম সংগঠনের  

নরেন্দ্র মোদী তাঁদের কাছে বড় দাদার মতোই। তাই তাঁর জন্য নিজেদের হাতি করে রাখী তৈরি করে প্রধানমন্ত্রীকে পাঠালেন বারাণসীর সংখ্যালঘু মহিলারা। 

প্রধানমন্ত্রী বারাণসীর সাংসদ। উত্তরপ্রদেশের এই তীর্থ শহরে প্রচুর সংখ্যক মুসলিম বাস করেন। সেখানকার মহিলারা মনে করছেন, যেভাবে তিন তালাক প্রথাকে অপরাধ হিসেবে ঘোষণা করে বিল পাশ হয়েছে সংসদে, তাতে দীর্ঘ দিনের কুপ্রথা থেকে তাঁরা মুক্তি পেয়েছেন। সেই জন্য প্রধানমন্ত্রী তাঁদের কাছে বড় দাদার মতো বলেই মনে করছেন ওই বারাণসীর সংখ্যালঘু মহিলারা। 

হুমা বানো নামে এমনই এক মহিলা সংবাদসংস্থাকে জানিয়েছেন, 'প্রধানমন্ত্রীর জন্যই তিন তালাককে অপরাধ বলে ঘোষণা করা হয়েছে। গোটা দেশের মুসলিম মহিলাদের কাছেই উনি বড় ভাইয়ের মতো। আমরা তাই আমাদের বড় দাদার জন্য রাখী তৈরি করেছি।'

যদিও গোটা বিষয়টিকেই বিজেপি এবং আরএসএসের সাজানো প্রচার বলে দাবি করেছে ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগের নেতারা। সংগঠনের রাজ্য সভাপতি মাতিন খান বলেছেন, 'আরএসএস মুসলিম শাখা সংগঠন এই সব প্রচার চালাচ্ছে। মুসলিমদের ভাড়া করে এই ধরনের প্রচার চালানো হচ্ছে। যারা ক্ষমতায় আছে, তাদের চাপের সামনে বাধ্য হয়ে এসব করতে হচ্ছে কিছু মুসলিমকে। এটা সরকারের প্রচার ছাড়া আর কিছুই নয়।'
 

PREV
click me!

Recommended Stories

জেনে নিন আজ আপনার শহরে ডিজেল ও পেট্রোলের দাম
দিল্লিতে মাঝরাতে মসজিদে অ্যাকশনে বুলডোজার! পুলিশের সঙ্গে তুমুল সংঘর্ষ, এখন কী পরিস্থিতি?