অ্যামাজন প্যাকেজে গোলাপি ডট? এখনই ফিরিয়ে দিন পার্সেল, জালিয়াতির শিকার হতে পারেন আপনিও

Published : Jun 06, 2025, 11:54 AM ISTUpdated : Jun 06, 2025, 11:58 AM IST
Parcel

সংক্ষিপ্ত

অ্যামাজন প্যাকেজে গোলাপি বা লাল ডট দেখলে সাবধান! এটি প্যাকেজে কারচুপির ইঙ্গিত। এই নতুন টেম্পার-প্রুফ প্রযুক্তি প্রতারণা রোধে সাহায্য করবে।

অনলাইন কেনাকাটার ওপরই আজকাল অধিকাংশ ভরসা করে থাকে। নামীদামি ব্র্যান্ডের জিনিসের বদলে অনেকের কাছে আসছে সাবান বা ইটের মতো জিনিস আসছে। এই সব সমস্যা মোকাবিলায় ই কমার্স জায়ান্ট অ্যামাজন নতুন একটি প্রযুক্তি ব্যবহার করছে যা প্যাকেজিং-এ কোনও রকম কারচুপি হলে গোলাপি বা লাল ডটের মাধ্যমে তা শনাক্ত করবে।

অ্যামাজন এখন তাদের পার্সেলগুলোতে একটি নতুন টেম্পার-প্রুফ প্রযুক্তি ব্যবহার করছে। প্যাকেজের ওপর বিশেষ ধরনের ডট লাগানো হয়, তাহলে তা খুলবেন না। তাতে তাপ প্রয়োগ করা হলে রঙ পরিবর্তন হয়ে যাবে। সাধারণ এই ডটগুলো সাদা থাকে, তবে প্যাকেজ খোলা হলে বা তাতে কোনও রকম চাপ প্রয়োগ করা হয়ে থাকে তাহলে রঙ পরিবর্তন হয়। লাল বা গোলাপি রঙের হয়ে যায়। এর মাধ্যমে গ্রাহকরা সহজেই বুঝতে পারবেন যে তাদের অর্ডার করা প্যাকেজটি আগে খোলা হয়েছে বা তাতে কোনও রকম কারচুপি করা হয়েছে। এই প্রযুক্তির ফলে অনলাইন কেনাকাটায় গ্রাহকদের আস্থা বাড়বে এবং প্রতারণার ঘটনা অনেকটাই কমে যাবে বলে আশা করা হচ্ছে।

সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট ভাইরাল হয়েছে যেখানে একজন ব্যবহারকারী অ্যামাজন প্যাকেজেন একটি ছবি শেয়ার করেছেন। ছবিতে একটি সাদা লেবেলে গোলাপি ডট দেখা যাচ্ছিল এবং এর সঙ্গে এও বলা হয়েছিল যে যদি গ্রাহকরা এমন কোনও ডট দেখতে পান, তাহলে তারা সেই পার্সেলটি নিতে অস্বীকার করতে পারেন। কোম্পানি প্রতারণা বন্ধ করার জন্য এই প্রচেষ্টা চালাচ্ছে। সব মিলিয়ে সতর্ক হন। অ্যামাজন প্যাকেজে গোলাপি ডট থাকে সতর্ক হন। এমন ডট দেখলে তাহলে তৎক্ষণাত তা ফিরিয়ে দিন। এতে আপনিই পড়বেন বিপদে।

বর্তমানে চারিদিক ছেয়ে গিয়েছে জালিয়াতে। নানান সময় বিপদে পড়ছেন সাধারণ মানুষ। সময় থাকতে সতর্ক হন। তা না হলে আপনিই পড়বেন বিপদে। যে কোনও সময় অজান্তে হতে পারে সমস্যা। তাই এই ডট দেখলে দ্রুত আপনার পার্সেল ফিরিয়ে দিন। তা না হলে হতে পারে বিপদ। 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

News Round Up: মোদীর রানাঘাটে জনসভা থেকে নানুরে তৃণমূল বুথ সভাপতি খুন- সারা দিনের খবর এক ক্লিকে
Babri Masjid Bengal : কেউ পক্ষে, কেউ সরব নিন্দায়! বঙ্গে বাবরি মসজিদ নিয়ে ফাটল খোদ মুসলিম সমাজেই!