অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ। ৬০০০ হাজার মানুষ যে মুহূর্তের জন্য অপেক্ষা করেছিলেন তা অবশেষে সম্পন্ন হল। রাষ্ট্রপতির ভবনের সামনে বিরাট মঞ্চে দাঁড়িয়ে রাষ্ট্রপতি রামনীথ কোবিন্দের উপস্থিতিতে প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন নরেন্দ্র মোদী।
নরেন্দ্র মোদীর পরেই রাষ্ট্রপতির উপস্থিতিতে ৬ হাজার মানুষের সামনে রাজনাথ সিং, অমিত শাহ, নীতিন গড়করি, সদানন্দ গৌড়া, নির্মলা সীতারমন, রামবিলাশ পাশওয়ান শপথ গ্রহন করলেন।
মোদীর শপথ গ্রহণে আমন্ত্রণ জানানো হয়েছে ১৪টি দেশের প্রধানকে। এছাড়াও বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, বুদ্ধিজীবী, রাজনীতিক, অভিনেতারাও উপস্থিত থাকছেন। জাতীয় ও আঞ্চলিক রাজনৈতিক দলগুলির প্রধানরাও আমন্ত্রিত হয়েছেন।
রাষ্ট্রপতি ভবন থেকে আমন্ত্রিতদের নৈশভোজের ব্যবস্থাও করা হয়েছে।সন্ধে ৭টা নাগাদ প্রত্যেককে চায়ের সঙ্গে শুধুমাত্র নিরামিষ স্ন্যাকসই দেওয়া হচ্ছে। এর মধ্যে রয়েছে সিঙাড়া, রাজভোগ, লেমন টার্ট। তবে নৈশভোজে নিরামিষের সঙ্গে আমিষের ব্যবস্থাও থাকছে। মঙ্গলবার রাত থেকে এই রাজকীয় শপথ গ্রহণের রান্নার আয়োজন শুরু হয়েছিল।