লকডাউনের জন্য় ক্ষমা চেয়ে মোদী বললেন, "এ ছাড়া আর কোনও উপায় ছিল না"

  • লকডাউনের জন্য় দেশবাসীর কাছে ক্ষমা চেয়েনিলেন  মোদী
  • সেইসঙ্গে বললেন, এ ছাড়া আর কোনও উপায় ছিল না
  • নাম না-করে ইতালি প্রসঙ্গে বললেন, কিছু দেশ হালকাভাবে নিয়েছিল 
  • আজ তাদের তার খেসারত দিতে হচ্ছে

Sabuj Calcutta | Published : Mar 29, 2020 7:27 AM IST

একুশ দিনের লকডাউন ঘোষণা করে মোদী বলেছিলেন, "জান বাঁচলে তবে জাহান বাঁচবে"। এবার লকডাউনের প্রায় ছ-দিন কেটে যাওয়ার পর মন কি বাত অনুষ্ঠানে  এসে দেশবাসীর কাছে 'দুর্ভোগ'য়ের জন্য় ক্ষমা চেয়ে নিয়ে বললেন, "এছাড়া আর কোনও রাস্তা ছিল না"

এদিন সকাল থেকেই টানটান উত্তেজনায় ছিল গোটা দেশ মন-কি-বাত-এ এসে কী বলবেন মোদী? তবে কি  লকডাউনের মেয়াদ আবার বাড়বে? নাকি নতুন কোনও ঘোষণা করবেন মোদী, যার জেরে বাড়বে দুর্ভোগ? যদিও সব জল্পনায় জল ঢেলে দিয়ে সকাল এগারোটায় তিনি প্রথমেই দেশের লোকের কাছে ক্ষমা চেয়ে নিলেনলকডাউনের জন্য় যে দুর্ভোগে পড়তে হয়েছে আপামর ভারতবাসীকে, তার জন্য়ই ক্ষমা চেয়ে নিয়ে মোদী বললেন,  "এ ছাড়া আর কোনও উপায় ছিল না"

Latest Videos

নাম না-করে ইউরোপের বিভিন্ন দেশ, বিশেষ করে ইতালির প্রসঙ্গে বললেন, "অনেক বড় বড় দেশ বিষয়টাকে হাল্কা করে নিয়েছিল আর তাদের তার খেসারত দিতে হচ্ছে তাই এই করোনার  সংক্রমণ ঠেকাতে এই লকডাউন খুব জরুরি ছিল"

এদিন মন-কি-বাত-এ এসে দুজন করোনাজয়ী সঙ্গে ফোনে কথা বলেন মোদী তাঁরা তাঁদের অভিজ্ঞতা ভাগ করে নিয়ে বলেন, আইসোলেশন ওয়ার্ড মানেই কিন্তু জেলখানা নয় কেউ আবার বলেন, একে-একে তাঁর পরিবারের বাকিরাও আক্রান্ত হয়েছিলেন করোনায় কিন্তু এখন সব সুস্থ তাঁদের এই অভিজ্ঞতা সোশাল মিডিয়ার ভাইরাল করার পরামর্শ দেন মোদী

এরপর দুজন চিকিৎসকের সঙ্গেও ফোনে কথা বলেন মোদী তাঁদের অভিবাদন জানান সেইসঙ্গে কুর্নিশ জানান নার্স ও অন্য়ান্য় স্বাস্থ্য়কর্মীদের আবার সতর্ক করে দিয়ে বলেন, যাঁরা হোম কোয়ারিন্টিনে রয়েছেন, কোথাও কোথাও তাঁদের হেনস্তা করে হচ্ছে, যা কখনওই কাম্য় নয়

Share this article
click me!

Latest Videos

তৃণমূল সরকারের সবচেয়ে বড় দুর্নীতি ধরে ফেলল বিজেপি, দেখুন কী বললেন জগন্নাথ চট্টোপাধ্যায়
Live: আবাস যোজনার বাড়ি নিয়ে তৃণমূলকে তুলোধোনা বিজেপির, দেখুন সরাসরি
'কুকুরের লেজ যেমন সোজা হয়না তেমনই মমতার পুলিশকে পরিবর্তন করা যায় না' বিস্ফোরক মন্তব্য শুভেন্দুর
৮৭ দিন পার, কবে শেষ হবে তদন্ত! CBI দফতর অভিযানে মহিলারা | RG Kar Protest | RG Kar News Today
সঞ্জয় রায়ের মন্তব্যের পরই এই কেস রাজ্যের বাইরে নিয়ে যাওয়ার আর্জি শুভেন্দুর, দেখুন কী বললেন তিনি