দাম বাড়তে চলেছে স্মার্টফোনের, ৫০টি পণ্যে শুল্ক বৃদ্ধির পথে কেন্দ্রীয় সরকার

  • পয়লা ফেব্রুয়ারি কেন্দ্রের সাধারণ বাজেট
  • বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন
  • ৫০টি পণ্যে আমদানি শুল্ক বৃদ্ধির ভাবনা
  • শুল্ক বৃদ্ধির জেরে দাম বাড়তে পারে মোবাইলের
     

পয়লা ফেব্রুয়ারি দ্বিতীয় মোদী সরকারে প্রথম বাজেট। সাধারণ বাজেটে অন্তত ৫০টি পণ্যে আমদানি শুল্ক বৃদ্ধির পথে মোদী সরকার। এর মধ্যে রয়েছে অলেকট্রনিক্স, বৈদ্যুতিন সামগ্রী, রাসায়নিক দ্রব্য এবং হস্তশিল্পজাত সামগ্রী।  বিদেশ থেকে প্রতি বছর এই সমস্ত পম্য ভারতে আমদানি হয়, যার মূল্য গড়ে ৫৬,০০ কোটি মার্কিন ডলার। এই আমদানি পণ্যে এক বড় অংশ আসে চিন থেকে। 

পয়লা ফেব্রুয়ারি সংসদে ২০২০-২১ আর্থিক বছরের সাধারণ বাজেট পেশ করতে চেলেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। বর্তমানে গভীর সংকটের মধ্যে দিয়ে চলেছে ভারতীয় অর্থনীতি। অর্থমন্ত্রীর এই বাজেট ঘিরে শিল্প ও রাজনৈতিক মহলের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও আগ্রহ সৃষ্টি হয়েছে। 

Latest Videos

এর মধ্যেই জানা গিয়েছে, আসন্ন বাজেট প্রস্তাবে অন্তত ৫০টি পণ্যে আমদানি শুল্ক বৃদ্ধির কথা ঘোষণা করতে পারেন নির্মলা। বাণিজ্য মন্ত্রক ও শিল্প সংস্থাগুলিকে নিয়ে গঠিত প্যানেলের সুপারিশ অনুসারে এক্ষেত্রে ৫ শতাংশ থেকে ১০ শতাংশ আমদানি শুল্ক বৃদ্ধি করা হতে পারে।  যার জেরে মোবাইলের চার্জার, শিল্প সংস্থায় ব্যবৃত রাসায়নিক ল্যাম্প, কাঠের আসবাব, মোমবাতি, অলঙ্কার এবং আমদানি করা হস্তশিল্প সামগ্রীর দাম বাড়তে চলেছে।

ভারতের অধিকাংশ মোবাইল উৎপাদক সংস্থা এখনও বিদেশ থেকে চার্জার, রিঙ্গার সহ নানা যন্ত্রাংশ আমদানি করে। কেন্দ্রের নতুন সিদ্ধান্তে আমদানি শুল্ক বাড়লে তারা বিশেষভাবে প্রভাবিত হবে। যে কারণে আগামিদিনে স্মার্টফোনের দাম বাড়ার সম্ভাবনা রয়েছে। 
 

Share this article
click me!

Latest Videos

মাননীয়া জঙ্গিদের ঢুকতে দিচ্ছেন, কিন্তু চাকরি দিচ্ছেন না, শিল্প আনছেন না : Suvendu Adhikari
'জঙ্গিরা ধরা তো পড়ছে, তাহলে আর চিন্তার কি আছে?' হাসতে হাসতে উত্তর রচনার | Rachna Banerjee News
মমতা হারবে, DA ন্যায্য অধিকার, জয় আপনাদের দোরগোড়ায়, ঐক্যবদ্ধ থাকুন : শুভেন্দু | Suvendu Adhikari
'তৃণমূলের দুয়ারে সরকার এখন দুয়ারে জঙ্গি', তীব্র আক্রমণ শুভেন্দু অধিকারীর | Suvendu Adhikari
Suvendu Adhikari Live : নবান্নের সামনে সংগ্রামী যৌথ মঞ্চের ধর্না অবস্থান মঞ্চে শুভেন্দু