নির্বাচনের পর আবার শুরু হচ্ছে মোদীর বিদেশ যাত্রা, গন্তব্য মালদ্বীপ

  • নির্বাচনের পর আবার শুরু হচ্ছে মোদীর বিদেশ যাত্রা
  • এবারে গন্তব্য মালদ্বীপ 
  • নির্বাচনের পর এটাই প্রথম বিদেশ সফর তাঁর

সপ্তদশ লোকসভা নির্বাচনের পুনরায় নিরঙ্কুশ ভোটে জয়যুক্ত হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শপথ নেওয়ার পর ইতিমধ্যেই মন্ত্রীদের মধ্য দফতর বন্টন করে দেওয়া হয়েছে। আর এবার সব অনুষ্ঠান শেষ হতেই আবার শুরু হতে চলেছে তাঁর বিদেশ সফর। 

যদিও এখনও পর্যন্ত তাঁর সফরের আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। সূত্রের খবর, আগামী ৮ জুন দু'‌দিনের সফরে মোদী যাচ্ছেন মালদ্বীপ। হঠাৎ কেন এই বিদেশযাত্রা? জানা গিয়েছে, মালদ্বীপের রাষ্ট্রপ্রধান ইব্রাহিম মহম্মদ সোলিহ-র আমন্ত্রণেই মোদী সেদেশে যাচ্ছেন বলে খবর। প্রসঙ্গত সেদেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে মোদীর যে একটা খুবই ভাল সম্পর্ক রয়েছে সেকথা সকলেরই জানা। সেজন্যই আরও নিমন্ত্রণ রক্ষা করতে মোদী সেখানে যাচ্ছেন বলে মনে করা হচ্ছে। গত বছর ইব্রাহিমের শপথগ্রহণ অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন তিনি।  

Latest Videos

ইতিমধ্যেই মালদ্বীপের বিদেশ মন্ত্রী টুইট করে জানিয়েছেন, সেখানে সফরকালে ভাষণও দেবেন নরেন্দ্র মোদী। সেখান থেকে ফেরার পরই তিনি পাড়ি দেবেন শ্রীলঙ্কা। শ্রীলঙ্কায় জঙ্গি বাহিনীর ভয়ঙ্কর নাশকতার প্রচেষ্টার চরম সমালোচনা করেছে ভারত। সেই বিষয়েও কোনও পরামর্শ করা হবে বলে মনে করা হচ্ছে। 

Share this article
click me!

Latest Videos

‘Chinmoy Krishna-কে আমি মুক্ত করবোই’ নির্ভীক Bangladeshi আইনজীবী Rabindra Ghosh-এর চরম প্রতিশ্রুতি
Rashifal : আজ আপনার ভাগ্য কি বলছে? দেখুন শুক্রবারের রাশিফল | Astro | Friday | Horoscope
আরে ওরা কি করবে, সেদিন আমি ওদের সামনে আরতি করে বুঝিয়ে দিয়েছি : শুভেন্দু | Suvendu Adhikari
শুরু জোর তল্লাশি, Bangladesh থেকে Gosaba! জঙ্গি ও অনুপ্রবেশ রুখতে রাস্তায় নামল পুলিশ | Gosaba News
জঙ্গি গ্রেফতারির পর কড়া নজিরদারি Canning-এ! পেশ করা হলো হোটেল মালিকদের জন্য নতুন নিয়ম | Canning News