
Narendra Modi: দেশের ৭৯তম স্বাধীনতা দিবসের দিন, দিল্লীর লালকেল্লায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেখানেই অনুপ্রবেশকারীদের নিয়ে রীতিমতো হুঁশিয়ারি শোনা গেল তাঁর গলায়।
ঘোষণা করলেন, কেন্দ্রের নতুন এক অভিযানের কথা। প্রধানমন্ত্রী জানিয়ে দিয়েছেন, অনুপ্রবেশকারীদের জন্য দেশের জনবিন্যাস অনেকটা বদলে যাচ্ছে। আর এই নতুন ‘জনবিন্যাস অভিযান’-এর মাধ্যমেই হবে মূল সমস্যার সমাধান হবে।
অনুপ্রবেশকারীদের হাত থেকে দেশকে বাঁচাতে হবে বলে তিনি জোর গলায় বলেছেন। অন্য দেশ থেকে যারা ভারতে প্রবেশ করছেন, তারা আসলে এই দেশের তরুণ প্রজন্মের মুখের ভাত কেড়ে নিতে চাইছেন। এমনই মন্তব্য করেন প্রধানমন্ত্রী। তাই এইসব সহ্য করা হবে না বলে জানিয়ে দিয়েছেন তিনি।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথায়, ‘‘এই অনুপ্রবেশকারীরা আসলে আমাদের আদিবাসীদের জমি কেড়ে নিচ্ছে। তাদেরকে ভুল বোঝানো হচ্ছে। আমাদের দেশ এটা সহ্য করবে না। সীমান্ত এলাকায় জনবিন্যাসে পরিবর্তন জাতীয় নিরাপত্তার পক্ষে ভীষণ বিপজ্জনক একটা বিষয়। তার মাধ্যমে আদতে সংঘর্ষের বীজ বপন হচ্ছে। অনুপ্রবেশকারীদের সামনে কোনও দেশ কখনোই মাথা নত করতে পারে না। তাই আমরা কীভাবে করব? পূর্বপুরুষরা আমাদের দেশকে স্বাধীনতা উপহার দিয়েছেন। অতএব, অনুপ্রবেশকারীদের রুখে দিয়ে তাদের প্রতি আমাদের সঠিক কর্তব্য পালন করতে হবে।"
নিঃসন্দেহে বোঝা যাচ্ছে যে, রীতিমতো হুঁশিয়ারি। দেশের ৭৯তম স্বাধীনতা দিবসের দিন, দিল্লীর লালকেল্লায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেখানেই অনুপ্রবেশকারীদের নিয়ে রীতিমতো হুঁশিয়ারি শোনা গেল তাঁর গলায়। পরিষ্কার বলেন, অনুপ্রবেশকারীদের হাত থেকে দেশকে বাঁচাতে হবে। অন্য কোনও দেশ থেকে যারা ভারতে প্রবেশ করার চেষ্টা করেছেন, তারা আসলে এই দেশের তরুণ প্রজন্মের মুখের ভাত কেড়ে নিতে চাইছেন। তাই এইসব সহ্য করা হবে না বলে জানিয়ে দিয়েছেন তিনি।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।