বিজেপিতে আস্থা হারিয়েছেন গোরক্ষক, উমর খালিদের হামলাকারী লড়ছেন হরিয়ানার ভোটে

নয়াদিল্লির সংবিধান ক্লাবে উমর খালিদের উপর হামলায় নাম জড়িয়েছিল তাঁর। নিজেকে গোরক্ষক বলতে ভালবাসেন নবীন দালাল। আসন্ন হরিয়ানা বিধানসভা নির্বাচনে শিবসেনার প্রার্থী হচ্ছেন তিনি। বিজেপির রাজনীতিতে আস্থা নেই বলে জানিয়েছেন তিনি।

 

গত বছর ১৩ অগাস্ট নয়াদিল্লির সংবিধান ক্লাবে জেএনইউ-এর প্রাক্তন ছাত্রনেতা উমর খালিদের উপর হামলায় নাম জড়িয়েছিল নবীন দালাল-এর। এবার আসন্ন হরিয়ানা বিধানসভা নির্বাচনে বাহাদুরগড় থেকে শিবসেনার প্রার্থী হচ্ছেন সেই স্বঘোষিত গোরক্ষক নবীন দালাল। বিজেপির রাজনীতিতে আস্থা না থাকাতেই তিনি শিবসেনা প্রার্থী হচ্ছেন বলে জানিয়েছেন।  

২৯ বছরের নবীন দালাল জানিয়েছেন, কংগ্রেস হোক বা বিজেপি - সব রাজনৈতিক দলই গরু, কৃষক, দরীদ্র, শহিদদের নিয়ে রাজনীতি করে। সেই দিক থেকে শিবসেনার রাজনীতি ও তার বাইরের বিভিন্ন বিষয়ে স্পষ্ট অবস্থান রয়েছে। তাই সক্রিয় রাজনীতিতে আসার জন্য তিনি বিজেপি বা কংহগ্রেস নয়, শিবসেনার উপরই আস্থা রেখেছেন।

Latest Videos

গত বছর উমর খালিদের উপর হামলার পর নবীন আরও এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছিল। সেই সময় নবীন জানিয়েছিলেন, তিনি গোরক্ষক। গোরক্ষার বিষয়টিকে প্রচারের আলোয় আনার জন্যই ওই হামলা চালান। পরে জামিনে মুক্তি পান তিনি। নবীনের দাবি, বাহাদুরগড়ের মানুষের কাছ থেকে তিনি অগাধ ভালোবাসা পেয়েছেন। তাদের অনুপ্রেরণাতেই তিনি রাজনীতিতে এসেছেন এবং গোরক্ষার বিষয়টিকে আরও বড় মঞ্চে তুলে ধরতে পারবেন বলেই তিনি রাজনীতি করছেন।

বাহাদুরগড়ের বর্তমান বিধায়ক বিজেপি নেতা নরেশ কৌশিক। তাঁকেই আরও  একবার প্রার্থী করা হয়েছে। এছাড়াও এই কেন্দ্রে কংগ্রেস ও আএনএলডি দল প্রার্থী দিয়েছে।  

 

Share this article
click me!

Latest Videos

'কুমিল্লা ছেড়ে চলে যা' কুমিল্লায় বৃদ্ধ মুক্তিযোদ্ধার গলায় জুতোর মালা! | Bangladesh News |
Viral Video! আবাসের টাকা ঢুকতেই বাড়ি বাড়ি গিয়ে কাটমানি চাইছেন TMC কর্মী | Murshidabad Latest News
শীতের রাতে যমুনার আতঙ্ক! একের পর এক জঙ্গল দাপিয়ে বেড়াচ্ছে বাঘিনী | Bandwan Tiger News
‘প্রণামের সংস্কৃতি ভুলে যাচ্ছে বাঙালি’ বিস্ফোরক মন্তব্য Dilip Ghosh-এর, দেখুন কী বলছেন | Dilip Ghosh
'কেন্দ্র যদি একটু দয়া দেখায় তাহলে হুগলিতেও মেট্রো চলবে', আশাবাদী Rachana Banerjee