'ভারতের মাটি'-তেই সন্ত্রাসের কারখানা গড়েছে পাকিস্তান, দীপাবলির আগে সেনাপ্রধানের বোমা

  • দীপাবলির আগেই পাক অধিকৃত কাশ্মীর নিয়ে বোমা ফাটালেন সেনাপ্রধান
  • পাক অধিকৃত কাশ্মীরও যে ভারতেরই অংশ তা সাফ জানালেন তিনি
  • বেআইনিভাবে দখল করলেও অধিকৃত কাশ্মীরের নিয়ন্ত্রণ পাকিস্তানের হাতে নেই বলে দাবি তাঁর
  • তাঁর অভিযোগ এই অংশে সন্ত্রাসের কারখানা বানিয়ছে পাক প্রশাসন

সামনেই দীপাবলি। দীপাবলিতে আতসবাজি ফাটানোর বিষয়ে বিভিন্ন বিজিনিষেধ জারি করেছে আদালত। কিন্তু, ভারতীয় সেনা প্রধান বিপিন রাওয়াত শুক্রবার বিকেলে একটি বোমাই ফাটিয়ে বসলেন।

এদিন তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাফ জানালেন, জম্মু কাশ্মীরের সবটাই ভারতের। কাজেই জম্মু কাশ্মীর বললে পাক অধিকৃত কাশ্মীর ও গিলগিট বাল্টিস্তান-কেও ধরতে হবে। এই অংশটি ভারতের পশ্চিমি প্রতিবেশিরা বেআইনিভাবে দখল করে রেখেছে।

Latest Videos

তবে সেনাপ্রধামনের দাবি বেআইনিভাবে দখল করার পরও এই ভারতীয় ভূখণ্ডকে পাকিস্তান নিজেদের বলে মানে না। কারণ সেখানে পাকিস্তানি প্রশাসনের কোনও নিয়ন্ত্রণই তারা কায়েম করেনি। বদলে চাষ করেছে সন্ত্রাসবাদের। সন্ত্রাসবাদীদের কারখানা বানিয়ে রেখেছে অধিকৃত কাশ্মীরে। অর্থাৎ ভারতের মাটি বেআইনি ভাবে দখল করে সন্ত্রাসের আঁতুড়ঘর বানিয়েছে পাকিস্তান।

গত রবিবারই পিওকে থেকে পাক সেনা যুদ্ধ-বিরতি লঙ্ঘন করে লাগাতার নিয়ন্ত্রণরেখার এই পারে তাঙধর সেক্টরে ভারতীয় সেনাছাউনিকে লক্ষ্য করে গোলা ছুঁড়েছিল। ভারতীয় সেনাও পাল্টা হামলা চালিয়ে চারটি জঙ্গি ঘাঁটি ধ্বংস করে দিয়েছিল। এরপরই সেনাপ্রধানের এই বক্তব্য এল। এরপর কি তবে পাক অধিকৃত কাশ্মীর পুনরুদ্ধারের চেষ্টা চালাবে ভারত? কিংবা নিয়মিত হামলা চালিয়ে জঙ্গিমুক্ত করা হবে অধিকৃত কাশ্মীর-কে? সেনাপ্রধানের বক্তব্যে কিন্তু সেই জল্পনা বাড়ছে।

Share this article
click me!

Latest Videos

আর ৮ মাস! জুলাই-অগাস্টে রাজ্যে অকাল ভোট হতে চলেছে! জানালেন BJP সাংসদ | BJP News | Samik Bhattacharya
Suvendu Adhikari: 'পুলিশ গরু প্রতি ২০০০ টাকা তোলা তোলে' বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারীর
'পুলিশ ও তৃণমূলের গুণ্ডারা সর্বত্র ভোট লুট করেছে' মারাত্মক অভিযোগ সুজন চক্রবর্তীর
অসাধ্য সাধন! যথেষ্ট পরিকাঠামো না থাকার সত্ত্বেও ৮০০ গ্রামের শিশুকে বড় করে তুলল বারাসাত মেডিক্যাল
TMC-কে ভোট দিলেই মিলছে ঠোঙা ভর্তি মুড়ি ও চানাচুর! শোরগোল মেদিনীপুরে | Midnapore | WB By election