৭৫ তম স্বাধীনতা দিবসের আগে নরেন্দ্র মোদীকে নিয়ে প্রকাশিত হচ্ছে নয়া বই, “Modi 2.0: A Resolve to Secure India”। বইটি লিখেছেন অনির্বাণ গঙ্গোপাধ্যায়।
৭৫ তম স্বাধীনতা দিবসের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi) নিয়ে প্রকাশিত হচ্ছে নয়া বই, “Modi 2.0: A Resolve to Secure India”। বইটি লিখেছেন অনির্বাণ গঙ্গোপাধ্যায় (Anirban Ganguly)। লেখকের মতে এই বইতে তুলে ধরা হয়েছে নরেন্দ্র মোদীর নেতৃত্ব দেশের অভূতপূর্ব উন্নতির কথা। অনির্বাণ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন মোদীর মতো নেতার হাতে দেশ সম্পূর্ণ সুরক্ষিত।
উল্লেখ্য, অনির্বাণ গঙ্গোপাধ্যায় একজন শিক্ষাবিদ হিসেবে বেশ পরিচিত। তার ওপর তিনি শ্যামাপ্রসাদ মুখার্জি ফাউন্ডেশনের অধিকর্তা। শিক্ষামহলের একটা বড় অংশ তাঁকে চেনে। তাই নরেন্দ্র মোদীকে নিয়ে লেখা তাঁর বই যে জনপ্রিয় হবে, তা বলাই বাহুল্য।
বইটিতে তুলে ধরা হয়েছে নেতা মোদীর কথা, প্রধানমন্ত্রী মোদীর কথা। কীভাবে বিশ্বমঞ্চে দেশকে নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছেন তিনি, তার বর্ণনা করা হয়েছে Modi 2.0: A Resolve to Secure India বইটিতে। উল্লেখ্য, নরেন্দ্র দামোদারদাস মোদী ভারতের ১৪তম প্রধানমন্ত্রী, যিনি ২০১৪ সালে লোকসভা নির্বাচনে বিজেপিকে দেশ জুড়ে জয় এনে দেন। এরপর ফের একবার ২০১৯ সালে তিনি ভারতের প্রধানমন্ত্রীর পদে আসীন হন।
স্বাধীনতা দিবসের আগে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের জন্য উপহার, এল ১০ কোটি টাকার মার্সিডিজ গাড়ি
সতীত্ব পরীক্ষায় পাশ করে তবেই যোগ সেনাবাহিনীতে, মহিলা জওয়ানদের জন্য বিতর্কিত নিয়ম বাতিল
বন্ধ হয়ে যাচ্ছে এসবিআই সহ কয়েকটি ব্যাংকের লক্ষাধিক অ্যাকাউন্ট, আপনারটি এই তালিকায় নেই
মোদী প্রথমবার বিধায়ক হয়েই গুজরাটের মুখ্যমন্ত্রী হন। একইভাবে প্রথমবার সাংসদ হয়েই ভারতের প্রধানমন্ত্রী হন। ২০১৪ সালে লোকসভা ভোটে বিজেপির সাফল্যের জন্য মোদীকেই কৃতিত্ব দেওয়া হয় এবং ১৯৮৪ সালের পর প্রথমবার লোকসভায় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে কোনও দল। এক গুজরাটি পরিবারে জন্ম তাঁর, প্রথম জীবনে বাবাকে চা বিক্রিতে সাহায্য করতেন মোদী, পরবর্তীকালে নিজেও চায়ের দোকান দেন তিনি। ৮ বছর বয়সে আরএসএসের সঙ্গে পরিচয় হয় মোদীর এবং পরবর্তী সময়ে এই সংগঠনের সঙ্গে দীর্ঘ পথ চলেন তিনি। ১৯৮৫ সালে বিজেপির হয়ে কাজ শুরু করেন।