New Rules: EPFO-র নিয়মে বড় বদল, সহজ হল PF-র টাকা তোলার পদ্ধতি, ফর্ম ফিলআপ করলেই মিলবে টাকা

Published : Apr 28, 2025, 04:17 PM IST

New Rules: কর্মীদের জন্য সুখবর, ইপিএফ-এর নিয়মে বড় পরিবর্তন আসছে যা টাকা তোলাকে আরও সহজ করে তুলবে। চাকরি পরিবর্তনের পরেও টাকা স্থানান্তরের ঝামেলা এড়াতে নতুন নিয়ম চালু হয়েছে, যার ফলে ডেস্টিনেশন অফিসের অনুমোদন ছাড়াই টাকা তোলা যাবে।

PREV
111

বেসরকারি সংস্থার কর্মীদের জন্য সুখবর। এবার এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড বা ইপিএফ-র নিয়মে আসছে বড় বদল। টাকা তোলা হবে আরও সহজ।

211

জানা গিয়েছে, এবার থেকে এই তহবিল থেকে টাকা স্থানান্তরের প্রক্রিয়া আরও সহজ হতে চলেছে। ফলে চাকরি বদল করলেও বিষয়টিকে নিয়ে আর চিন্তাভাবনা করতে হবে না তাঁদের।

411

এর আগের চেয়ে অনেক কম সময় লাগবে বলেও জানানো হয়েছে। এবার এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন বা ইপিএফও নিল নতুন সিদ্ধান্ত।

511

এতদিন প্রভিডেন্ট ফান্ডের টাকা হস্তান্তরের জন্য গ্রাহকদের দুটি দফতরে যেতে হত। যেতে হত সোর্স অফিস এবং ডেস্টিনেশন অফিস।

611

এখানেই শেষ নয়, সোর্স অফিস থেকে তহবিলের অর্থ স্থানান্তরিত হয়ে যেতে ডেস্টিনেশন অফিসে। তারপর তারা অনুমোদন দিলে মিলত টাকা।

711

এবার থেকে আর ডেস্টিনেশন অফিসের অনুমোদনের প্রয়োজন নেই। ডেস্টিনেশন অফিসের অনুমোদন ছাড়া আপনারা তুলতে পারবেন প্রভিডেন্ট ফান্ডের টাকা।

811

গোটা এউ প্রক্রিয়া হবে একটি ফর্মের মাধ্যমে। ইপিএফও জানিয়েছে, গোটা প্রক্রিয়াটি তাদের ওয়েবসাইটে ঢুকে ফর্ম ১৩-র মাধ্যমে এই কাজ করতে হবে।

911

কেন্দ্রীয় শ্রমমন্ত্রীও এই নিয়ে মন্তব্য করেন। তিনি বলেন, আমার ইপিএফও ৩.০ সংস্করণ আনতে চলেছি। 

1011

এতে পরিষেবা অনেক সহজ হবে। গ্রাহকেরা স্বয়ংক্রিয় দাবির নিষ্পত্তি, ডিজিটাল সংশোধন ও এটিএম দ্বারা টাকা তোলার সুবিধা পাবেন।

1111

সব মিলিয়ে এই প্রক্রিয়া হয়েছে আরও সহজ। এবার থেকে প্রভিডেন্ট ফান্ড বা ইপিএফ-র টাকা তুলতে পারবে খুব সহজে।

click me!

Recommended Stories