
GST: বিভিন্ন পার্টি বা ঘরোয়া অনুষ্ঠান, এমনকী অফিসের কোনও মিটিংয়ের জন্য তো বটেই, কোনওদিন বাড়িতে রান্না করার ইচ্ছা না হলেই ফুড ডেলিভারি অ্যাপের মাধ্যমে কোনও রেস্তোঁরা থেকে অনেকে খাবার আনিয়ে নেন। কিন্তু এবার ফুড ডেলিভারি অ্যাপের মাধ্যমে খাবার আনার খরচ বেড়ে যেতে পারে। প্রতি অর্ডারে খরচ বাড়তে পারে প্রায় ২ টাকা। ফুড ডেলিভারি অ্যাপের বিভেদে প্রায় তিন টাকা করেও খরচ বেড়ে যেতে পারে। চলতি মাসের ২২ তারিখ পণ্য ও পরিষেবা করের (Goods and Services Tax) নতুন ধাপ চালু হতে চলেছে। অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Sitharaman) ঘোষণা করেছেন, ফুড ডেলিভারি অ্যাপের মাধ্যমে খাবার আনানোর ক্ষেত্রে করের নতুন ধাপ হতে চলেছে ১৮ শতাংশ। এই কারণেই বাইরে থেকে খাবার আনানোর খরচ বাড়তে চলেছে।
সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে অনলাইন ফুড ডেলিভারি সংস্থার চাহিদা। কারণ, সাতসকাল হোক বা মধ্যরাত, এক ক্লিকেই হাতের সামনে পৌঁছে যায় পছন্দের খাবার। স্বাভাবিকভাবেই বহু মানুষ এই অ্যাপ ব্যবহার করেন। তাঁদের সকলের জন্য পুজোর মুখে মন খারাপ করা খবর। জানা গিয়েছে, ১০ টাকা থেকে জোম্যাটোর (Zomato) প্লাটফর্ম চার্জ এবার বেড়ে হল ১২ টাকা। অর্থাৎ এবার প্রতি অর্ডারে দিতে হবে বাড়তি টাকা। ২০২৩ সালে জোম্যাটো প্রতি অর্ডারে প্ল্যাটফর্ম ফি নিত ২ টাকা। পরবর্তীতে তা বেড়ে হয় ৩ টাকা। ২৪ এ দফায় দফায় তা বেড়ে হয় ১০ টাকা। এবার তা বেড়ে হল ১২ টাকা।
কেন্দ্রীয় সরকার এমন এক সময় ডেলিভারি চার্জের উপর জিএসটি বসানোর সিদ্ধান্ত নিল, সংস্থাগুলি সেই সময় প্ল্যাটফর্ম ফি ও সার্জ প্রাইসিং-এর মতো একাধিক চার্জ বাড়িয়েছে। ফলে, পুজোর মুখে এই বাড়তি করের বোঝা শেষ পর্যন্ত সাধারণ গ্রাহকের উপরই চাপবে বলে মনে করা হচ্ছে। সম্প্রতি প্ল্যাটফর্ম চার্জ বাড়িয়েছে ফুড ডেলিভারি অ্যাপ সুইগিও (Swiggy)। ১২ টাকা থেকে বেড়ে হয়েছে ১৪ টাকা। কিন্তু কেন এই সিদ্ধান্ত নিয়েছে সংস্থাগুলো? জানা যাচ্ছে, সামনেই পুজো। ফলে স্বাভাবিকভাবেই বাড়বে অর্ডারের পরিমাণ। সেই কথা মাথায় রেখেই প্ল্যাটফর্ম ফি বাড়ানোর সিদ্ধান্ত।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।