অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের পেনশন বিতরণে বিলম্ব হলে ব্যাংকগুলি ৮% সুদ দিতে বাধ্য। RBI-এর নতুন নির্দেশিকা অনুসারে, পেনশন প্রদানকারী ব্যাংকগুলিকে বয়স্ক পেনশনভোগীদের প্রতি সহানুভূতিশীল হতে বলা হয়েছে।
রাজ্য ও কেন্দ্রীয় অবসর প্রাপ্ত কর্মীদের (retired govt staff) জন্য নয়া নির্দেশিকা জারি করা RBI। এবার থেকে তাদের দেওয়া হবে বিশেষ সুবিধা।
210
যে কোনও রাজ্যের সরকারি এবং কেন্দ্রীয় সরকারি অবসর প্রাপ্ত কর্মীদের এবার থেকে ব্যাঙ্কগুলো দেবে ৮ শতাংশ করে সুদ (Interest)। এই নিয়ম শুধু সরকারি অবসর প্রাপ্ত কর্মীদের জন্য।
310
RBI-র পক্ষ থেকে নয়া নির্দেশিকা জারি হয়েছে। যেখানে বলা হয়েছে, পেনশন বিলম্বের জন্য সরকারি অবসর প্রাপ্ত কর্মীদের ৮ % করে সুদ দিতে হবে ব্যাঙ্কগুলোকে।
নির্দেশিকা অনুসারে, অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় ও রাজ্য সরকারি কর্মচারীদের পেনশন বিতরণে যদি বিলম্ব হয় তাহলে সেই সমস্ত ব্যাঙ্ককে দিতে হবে বার্ষিক ৮ শতাংশ সুদ।
510
এমনই বর্ণিত আছে আরবিআই-র মাস্টার সার্কুলারে। সদ্য প্রকাশ্যে এল এই সার্কুলার।
610
বিজ্ঞপ্তিতে পেনশন প্রদানকারী সকল এজেন্সি ব্যাঙ্কগুলোকের পেনশনভোগকরী বিশেষ করে বয়স্ক পেনশনভোগীদের প্রতি বিবেচ্য ও সহানুভূতিশীল হওয়ার পরামর্শ দিয়েছে আরবিআই।
710
ভারত জুড়ে পেনশন বিতরণের নির্ভরযোগ্যতা ও দক্ষতা বৃদ্ধির জন্য এই প্রচেষ্টা গ্রহণ করেছে।
810
এর দ্বারা একদিকে যেমন উপকৃত হবে পেনশনভোগীরা। তেমনই এই প্রক্রিয়া আরও স্বচ্ছ হবে।
910
ভারত জুড়ে পেনশন বিতরণের নির্ভরযোগ্যতা ও দক্ষতা বৃদ্ধির জন্য এই প্রচেষ্টা গ্রহণ করেছে আরবিআই।
1010
এবার পেনশেন পেতে দেরি হলে আর চিন্তা নেই। ব্যাঙ্ক দেবে ৮ শতাংশ সুদ।