বিনামূল্যে মিলবে ৩০০ ইউনিট বিদ্যুৎ, মাসে মাসে গুণতে হবে না টাকা, নয়া প্রকল্প আনল মোদী সরকার
মোদী সরকার দেশবাসীর জন্য চালু করলো পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা। এই প্রকল্পের আওতায় গ্রাহকদের বাড়ির ছাদে সোলার প্যানেল বসানো হবে, যেখানে সরকার ভর্তুকি দেবে এবং ৩০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিনামূল্যে পাওয়া যাবে।
দেশবাসীর সুবিধার্থে নানান প্রকল্পের উদ্বোধন করেছে মোদী সরকার। যার দ্বারা উপকৃত হচ্ছেন সাধারণ মানুষ।
210
কখনও দেশবাসীকে আর্থিক সাহায্য দিচ্ছে সরকার তো কখনও চিকিৎসা খাতে বিশেষ সুবিধা দিচ্ছে।
310
এবার দেশবাসীর জন্য এক বড় পদক্ষেপ নিল মোদী সরকার। চালু করল এক নয়া প্রকল্প।
410
প্রত্যেককেই মাসে মাসে মোটা টাকা বিদ্যুতের বিল গুণতে হয়। এবার থেকে এই ঝক্কি থেকে মুক্তি দিতে চলেছে সরকার।
510
চালু হচ্ছে পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা। এর আওতায় গ্রাহকদের বাড়ির ছাদে বসানো হবে সোলার প্যানেল।
610
এটি স্থাপনে খরচ ৩০ হাজার থেকে ৭৮ হাজার টাকা পর্যন্ত ভর্তুকি দেবে সরকার। এটি স্থাপনে বিদ্যুতের বিল আসবে না। কিংবা আসলেও খুব সামান্য।
710
বর্তমানে বেড়েছে বিদ্যুতের দাম। এতে মাসে মাসে মোটা খরচ হচ্ছে সকলের।
810
এই প্রসঙ্গে মোদী বলেছেন, এই প্রকল্পের মাধ্যমে আমরা ১ কোটি পরিবারকে ৩০০ ইউনিট ফ্রি বিদ্যুৎ দেওয়ার লক্ষ্য নিয়েছি। এটি কেবল আর্থিক স্বস্তি দেবে না, ভারতকে সবুজ শক্তির পথেও এগিয়ে নিয়ে যাবে।
910
জানা গিয়েছে, ২০২৬-২৭ সালের মধ্যে এই প্রকল্পে ৭৫,০২১ কোটি বিনিয়োগ করা হবে।
1010
এই প্রকল্পে নাম লেখাতে চাইলে অনলাইনে আবেদন করতে পারেন। এতে প্রায় ৩০০ ইউনিট বিদ্যুৎ মিলবে বিনামূল্যে।