New Year 2026 Party: বর্ষবরণের রাতে রেকর্ড মদ বিক্রি গোটা দেশে, কোন রাজ্য কোথায় দাঁড়িয়ে?

Published : Jan 04, 2026, 03:53 PM IST
New Year 2026 Party: বর্ষবরণের রাতে রেকর্ড মদ বিক্রি গোটা দেশে, কোন রাজ্য কোথায় দাঁড়িয়ে?

সংক্ষিপ্ত

New Year 2026 Party: গোটা দেশে বর্ষবরণের রাতে কার্যত, রেকর্ড পরিমাণ মদ বিক্রি হয়েছে। ভেঙে গেছে একাধিক রেকর্ড। সেই তালিকার একেবারে শীর্ষে আছে তেলঙ্গানা। 

New Year 2026 Party: নতুন বছর মানেই হুল্লোড়, পার্টি এবং দেদার মদ (new year liquor sales in india)। নতুন বছর, ২০২৬। আসলে সারা বছর ধরে প্রচুর কাজ, স্ট্রেস এবং দায়িত্ব । অনেকেই ২০২৫ সালের শেষদিন, অর্থাৎ ৩১ ডিসেম্বর দিনটিকে তাই উদযাপনের জন্যই বেছে নেন। অনেকেই পার্টি কিংবা পিকনিকের প্ল্যানে মশগুল হয়ে যান (new year liquor sales in india state wise)।

খুলেছে বোতল, ছুটেছে মদের ফোয়ারা

অনেকে আবার রাতে অফিস করে সোজা পার্ক স্ট্রিটও চলে গেছিলেন। অর্থাৎ, সবাই প্রায় পার্টি মুডেই দিনটা কাটিয়েছেন। তাছাড়া ‘থার্টি ফাস্ট' বলে কথা। দেশের নানা প্রান্তে বহু মানুষ মদ্যপানও করেছেন। দেশের একাধিক বার, রেস্টুরেন্ট এবং পাবে কার্যত, উৎসবের পরিবেশ ছিল সেইদিন। একাধিক ডান্স ফ্লোরে ছিল হ্যাপি আওয়ার্স। যতই রাত বেড়েছে, ততই কিন্তু পার্টি হার্ড হয়েছে।

খুলেছে বোতল, ছুটেছে মদের ফোয়ারা। এবার সামনে চলে এল বড় তথ্য। গোটা দেশে বর্ষবরণের রাতে কার্যত, রেকর্ড পরিমাণ মদ বিক্রি হয়েছে। ভেঙে গেছে একাধিক রেকর্ড। সেই তালিকার একেবারে শীর্ষে আছে তেলঙ্গানা। গত ৩০ এবং ৩১ ডিসেম্বর মিলিয়ে এই রাজ্যে মদ বিক্রির পরিমাণ ছাড়িয়ে গেছে ৮০০ কোটি টাকা। পরিসংখ্যান বলছে, যা দৈনিক গড় বিক্রির প্রায় ৮ গুণ। 

এই বিপুল মদ বিক্রির প্রধান কেন্দ্র ছিল অবশ্যই হায়দ্রাবাদ। তারপরেই রয়েছে রাঙ্গা রেড্ডি এবং মেদচাল জেলা। গত বছর যেখানে ঠিক একই সময়ে, মদ বিক্রির অঙ্কটা ছিল প্রায় ৭০০ কোটি টাকা। সেখানে এবার সেই পরিসংখ্যানই বিপুল পরিমাণে বৃদ্ধি পেয়েছে। শুধু ডিসেম্বর মাসেই তেলঙ্গানার আবগারি দফতরের আয় হয়েছে ৩,৫২৩ কোটি টাকা। যা চলতি ২০২৬ সালের শুরুর দিকেই সেই রাজ্যের রাজস্ব বৃদ্ধির একটি স্পষ্ট ইঙ্গিত। 

রেকর্ড মদ বিক্রি গোটা দেশে

এরপরের রাজ্য উত্তরপ্রদেশ। বর্ষবরণের রাতে প্রায় ৬০০ কোটি টাকার মদ বিক্রি হয়েছে এই রাজ্যে। যা আগের সমস্ত রেকর্ডকে ছাপিয়ে গেছে। পিছিয়ে নেই কর্ণাটক। বেঙ্গালুরুতে একাধিক জায়গায় হাউজ পার্টি এবং বার মিলিয়ে গত ২৮ ডিসেম্বর, মাত্র একদিনেই সেই রাজ্যে মদ বিক্রি হয়েছে মোট ৪০৯ কোটি টাকার। আর বর্ষবরণের রাতে, ৩০৮ কোটি টাকার মদ বিক্রি হয়েছে এই রাজ্যে। 

অন্যদিকে, অন্ধ্রপ্রদেশে মদ বিক্রির পরিমাণও আকাশছোঁয়া। সংখ্যাটা পৌঁছে গেছে প্রায় ৩০০ কোটি টাকায়। যা গত বছরের তুলনায় প্রায় দ্বিগুণ। খুচরো দোকানগুলিকে মধ্যরাত পর্যন্ত এবং বারগুলিকে রাত ১টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্তের জেরেই বিপুল পরিমাণ বৃদ্ধি।

নতুন বছরকে কেন্দ্র করে দিল্লীতে মদ বিক্রি হয়েছে প্রায় ৪০০ কোটি টাকার এবং নয়ডাতে ৩১ ডিসেম্বর ও ১ জানুয়ারি মিলিয়ে অতিরিক্ত ১৬ কোটি টাকার মদ বিক্রি হয়েছে। কেরালাতে ২৪ এবং ২৫ ডিসেম্বর মিলিয়ে মোট ১৫২ কোটি টাকার মদ বিক্রি হয়েছে। আর বর্ষবরণের রাতে, প্রায় ১০৮ কোটি টাকার মদ বিক্রি হয়েছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

নতুন বছরে বাবা বিশ্বনাথের দরবারে মুখ্যমন্ত্রী যোগী, নিলেন কাশী কোতয়ালের আশীর্বাদ
ছত্তিশগড়ের বাদেসেট্টি রাজ্যের প্রথম নকশালমুক্ত গ্রাম হল, কীভাবে এই অসাধ্যসাধন?