স্বাগত নববর্ষ ২০২০, আতশের আলোর ঝলকানিতে মাতল গোটা বিশ্ব

Published : Jan 01, 2020, 09:11 AM ISTUpdated : Jan 01, 2020, 09:18 AM IST
স্বাগত নববর্ষ ২০২০,  আতশের আলোর ঝলকানিতে মাতল গোটা বিশ্ব

সংক্ষিপ্ত

  এসে গেল নতুন বছর ২০২০ বিদায় নিল ২০১৯ বিশ্বজুড়ে আলোর রোশনাইতে স্বাগত নতুন বছরকে উৎসবে মাতল বিশ্ববাসী

সময়ের স্রোতে হারিয়ে গেল আরও একটা বছর। বিদায় ২০১৯, স্বাগত ২০২০। বিশ্বের প্রতিটি প্রান্তের মানুষের কাছে নতুন বছর নতুন করে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়। পুরনোকে পেছনে ফেলে সম্ভাবনার পথে হাঁটা।  বিশ্বের বিভিন্ন দেশে নতুন বছরকে বরণ করে নেওয়া হয়েছে বিভিন্ন উদযাপনের মধ্য দিয়ে। পশ্চিম থেকে মধ্যপ্রাচ্য উদযাপনে পিছিয়ে থাকেনি এশিয়ার দেশগুলোও। আলোকসজ্জা, আর রঙ তুলির আঁচড়ে সেজেছে বৃহৎ স্থআপত্যগুলি। ঘড়িয় কাঁটায় রাত ১২টা বাজতেই বিশ্বজুড়ে শুরু হয়েছে নতুন বছরকে আনুষ্ঠানিক ভাবে বরণ। আতশের আলোর ঝলকানিতে মেতেছে গোটা বিশ্ব।

নিউইয়র্কের টাইম স্কয়ার, লন্ডনের বিগ বেন ক্লক টাওয়ার, ফ্রান্সের প্যারিস, জার্মানির বার্লিনের ব্রানডেনবার্গ গেট, জাপানের টোকিও, ব্রাজিলের রিও ডি জেনিরোতে কোপাকাবানা সৈকত, অস্ট্রেলিয়ার সিডনিতে হারবার ব্রিজ, চিনের রাজধানী বেজিংয়ের ন্যাশনাল স্টেডিয়াম, রাশিয়ার রাজধানী মস্কোর রেড স্কয়ার, সিরিয়ার আলেপ্পো, কোরিয়ার কিম ইল সাং স্কয়ারে নতুন বছরকে স্বাগত জানাল বয়েছে বর্ণিল আয়োজনের মধ্যে দিয়ে।

হংকং-এর ভিক্টোরিয়া সৈকতে মেতেছে বর্ষবরণের উৎসবে।

থাইল্যান্ড-এর চাও ফারাহা নদীতে বর্ষবরণের আয়োজন।

ভারতের বাণজ্যি রাজধানী মুম্বইয়ের ইন্ডিয়া গেটকে সাজানো হয়েছে নতুন বছর উপলক্ষে। 

দুবাইয়ের বুর্জ খালিফাও সেজেছে আলোর মেলায়।

তুরস্কের ইস্তানবুলে বর্ষবরণের বিশেষ আয়োজন।

গ্রিসের রাজধানী এথেন্সে চলছে নতুন বছরকে স্বাগ জানানো। 

প্যারিসে বর্ষবরণে আলোর রোশনাই।

PREV
click me!

Recommended Stories

নতুন শ্রম আইনে আপনার বেতনের পরিমাণ খুব বেশি কমবে না,কারণ জানাল মন্ত্রক
যাত্রীদের সমস্যার 'ক্ষতে' ১০০০০ টাকার 'মলম'! IndiGo ভাউচার ঘোষণা করল