News India: প্রেমিককে সঙ্গে নিয়ে খুন করতে পারেন স্ত্রী! জীবনহানির আশঙ্কায় মুখ্যমন্ত্রীর কাছে স্বামী

Published : Mar 31, 2025, 02:13 AM IST
INDIA NEWS

সংক্ষিপ্ত

News India: বৈবাহিক সম্পর্কে টানাপোড়েন। স্ত্রীকে নিয়ে রীতিমতো সমস্যায় জর্জরিত স্বামী।

News India: বিয়ের পর থেকে একাধিকবার বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছেন তাঁর স্ত্রী। সম্প্রতি একজনের সঙ্গে লিভ ইন সম্পর্কেও রয়েছেন বলে জানা গেছে। এবার তাই রীতিমতো প্রাণহানির আশঙ্কায় দিন কাটাচ্ছেন সেই স্বামী। তাঁর ধারণা, প্রেমিককে নিয়ে মুসকানের মতো তাঁর স্ত্রীও তাঁকে খুন করতে পারেন।

জানা যাচ্ছে, মধ্যপ্রদেশের গোয়ালিয়রের বাসিন্দা হলেন অমিত কুমার সেন। কিন্তু প্রাণহানির আশঙ্কায় রাস্তায় বসে প্রতিবাদ জানাচ্ছেন তিনি। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী মোহন যাদবের কাছেও সাহায্য চেয়েছেন সেই ব্যক্তি। তাঁর দাবি, মীরাট কাণ্ডের পুনরাবৃত্তি ঘটতে পারে তাঁর সঙ্গেও। কারণ, মীরাটে প্রেমিক সাহিল এবং মুসকান মিলে স্বামীকে খুন করে ১৫ টুকরো করে ড্রামের মধ্যে ভরে সিমেন্ট চাপা দিয়ে রেখে দিয়েছিল।

যে নৃশংস হত্যাকাণ্ডের পর দেশজুড়ে কার্যত তোলপাড় অবস্থা। এখন সেই অমিতবাবুর আশঙ্কা, মুসকানের মতো তাঁর স্ত্রীও তাঁকে খুন হতে পারেন। অমিতবাবু জানিয়েছেন, বিয়ের পর তাঁর স্ত্রী একাধিকবার পরকীয়ায় লিপ্ত হয়েছেন। এমনকি, এখনও তাঁর একাধিক প্রেমিক রয়েছেন। একজনের সঙ্গে লিভ ইন সম্পর্কেও রয়েছেন আবার।

মাত্র কয়েকদিন আগেই ছোট মেয়েকে নিজের কাছে নিয়ে গেছেন তিনি। তাঁর অভিযোগ, তাদের বড় ছেলে হর্ষকে স্ত্রী এবং তাঁর প্রেমিক মিলে খুন করেছেন। এবার নাকি তাঁর পালা। পথের কাঁটা সরাতে তাঁকেও খুন করতে পারেন স্ত্রী। তাই প্রাণহানির আশঙ্কায় বারবার থানায় অভিযোগ জানিয়েছেন অমিত।

কিন্তু পুলিশ কোনওরকম পদক্ষেপই নেয়নি। এবার তাই সরাসরি মুখ্যমন্ত্রীর সাহায্য চেয়ে রাস্তায় বসে প্রতিবাদ জানাচ্ছেন তিনি। অন্যদিকে পুলিশ আবার জানিয়েছে, ওই ব্যক্তি এখনও পর্যন্ত কোনও লিখিত অভিযোগ দায়েরই করেননি। তবে বিষয়টি তারা খতিয়ে দেখছেন। নির্দিষ্ট অভিযোগ দায়ের হলে তবেই তদন্ত শুরু হবে বলে জানা গেছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

প্রার্থী পদ বিক্রি ৫ কোটিতে, এই দাবির পরই নভজ্যোত সিধু ও তাঁর স্ত্রীকে সাসপেন্ড করল কংগ্রেস
৮২৭ কোটি টাকা যাত্রীদের এখনও পর্যন্ত ফেরত দিয়েছে , বিবৃতি দিয়ে জানিয়ে দিল IndiGo