
হড়পা বানে বিপর্যস্ত উত্তরাখণ্ডের উত্তরকাশী। গতকালই খবর এসেছে হড়পা বানে ভেসে গিয়েছে একটি গ্রাম। হরসিলের কাছে ধরলি এলাকায় মেঘভাঙা বৃষ্টির তোড়ে ভেসে গিয়েছে একটি গ্রাম। গ্রামের কয়েকজন বাসিন্দা নিখোঁজ বলে জানিয়েছে স্থানীয়রা। এরই মাঝ খবর এল হড়পা বানে ভেসে গিয়েছে হরশিলের একটি সেনা ছাউনি। যেখান থেকে ৯ জন জওয়ার নিখোঁজ বলা জানা যাচ্ছে। বাকি জওয়ানরা উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়েছে। এখনও পর্যন্ত ৫ জন সাধারণ নাগরিকের মৃত্যুর খবর এসেছে। প্রায় ৫০ জন নিখোঁজ।
মঙ্গলবার দুপুর ১টা ৪৫ মিনিটে ধারালি গ্রামের হড়পা বান আসে। হরশিলের ভারতীয় সেনার ছাউনি থেকে যারা দূরত্ব মাত্র ৪ কিমি। সেনার তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, ঘটনার ১০ মিনিটের মধ্যে ১৫০ জন জওয়ান ঘটনাস্থলে পৌঁছে যান। পরিস্থিতির ওপর নজরদারি চালানো হচ্ছে। বিপর্যস্ত নাগরিকদের সবরকম সাহায্য করতে দায়বদ্ধ ভারতীয় সেনা।
এই ধারালিতে অনেক হোটেল, রেস্তোরাঁ, হোম স্টে আছে। গঙ্গোত্রি যাওয়ার পথে এখানেই আশ্রয় নিয়ে থাকেন পুণ্যার্থীরা। উত্তরাখণ্ডের প্রিন্সাপাল সচিব আরকে সুধাংশু জানিয়েছে, ৪০ থেকে ৫০ টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলা প্রাশসনের তরফে হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। নম্বরগুলো হল ০১৩৭৪-২২২১২৬, ২২২৭২২, ৯৪৫৬৫৫৬৮৩১।
এদিকে স্থানীয় এক গ্রামবাসী জানিয়েছে, প্রবল বৃষ্টি হয়। তাতে জলের স্তর বেড়ে যায়। ধ্বংসস্তূপের নিচে প্রায় ১০-১২ জন চাপা পড়ে থাকতে পাকে। একটি হোটেল ও হোমস্টে জলের তোড়ে ভেসে গিয়েছে। প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানিয়েছে স্থানীয়রা। এই মরশুমে উত্তরাখণ্ডে প্রবল বৃষ্টি হচ্ছে। বিপর্যস্ত হয়ে পড়েছে পাহাড়ি রাজ্যটি। প্লাবিত হয়েছে নদী। সোমবার হলদওয়ানির কাছে ভাখরা নদীতে তীব্র স্রোতে একজন ডুবে গিয়েছে। রাজ্য জরুরি অপারেশন সেন্টার জানিয়েছে যে রাতারাতি ভূমিধসের কারণে রুদ্রপ্রয়াগে পাহাড়ের ঢাল থেকে পড়া ধ্বংসাবশেষ এবং পাথরের নিচে দুটি দোকান চাপা পড়ে গেছে।