মা হতে পারবেন না! ২৩ বছর বয়সে নীতাকে বলে দিয়েছিলেন চিকিৎসক

নীতার কথায়, “বিয়ের এক বছর পরেই ডাক্তার বলে দিয়েছিল আমি কখনওই মা হতেপারব না। আমি স্বাভাবিক ভাবেই ভেঙে পড়েছিলাম স্কুলেও একবার রচনা লিখেছিলাম. আমি যেদিন মা হবো।”

swaralipi dasgupta | Published : Apr 27, 2019 7:42 AM IST

যন্ত্রণাদায়ক হলেও বহু মহিলা মাতৃত্ব নিয়ে স্বপ্ন দেখেন কিন্তু ইনফার্টিলিটির  কারণে মা হওয়ার রাস্তায় বাধাপ্রাপ্ত হতে হয় অনেককে এই মুহূর্তে দেশের সবচেয়ে ধনী ব্যক্তি মুকেশঅম্বানীর স্ত্রীকেও এমন পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছিল মাত্র ২৩ বছর বয়সে নীতা অম্বানীকে বলে দেওয়া হয়তিনি কখনওই মা হতে পারবেন না

 

Latest Videos

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের কাছে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন তিন সন্তানের মা নীতা  নীতার কথায়, “বিয়ের এক বছর পরেই ডাক্তার বলে দিয়েছিল আমি কখনওই মা হতেপারব না আমি স্বাভাবিক ভাবেই ভেঙে পড়েছিলাম স্কুলেও একবার রচনা লিখেছিলামআমি যেদিন মা হবো।”

 

কিন্তু এই মুহূর্তে নীতা তিন সন্তানের মা নীতা জানান বন্ধু এবং চিকিৎসক ফিরুজা পারিখের সহযোগিতায় প্রথম বার যমজ সন্তানের জন্ম দেন নীতা যমজ সন্তান আকাশ  ঈশাঅম্বানী দুজনকেই সারোগেসির মাধ্যমে জন্ম দেন ঈশা

 

তিন বছর পরে নীতার গর্ভে আসে অনন্ত অম্বানী সারোগেসি নয়স্বাভাবিক পদ্ধতিকে অনন্তকে জন্ম দেন অম্বানী পত্নী সেই সময়ে প্রেগন্যান্সি ওয়েট এতই বেড়ে গিয়েছিল যেনীতাকে শারীরিক সমস্যায় ভুগতে হয়

 

একটি সাক্ষাৎকারে সারোগেসির মাধ্যমে জন্মের প্রসঙ্গে ঈশা অম্বানী বলেছিলেন, “বাবা-মা- বিয়ের সাত বছর পরে আমরা জন্মাই আমি আর আকাশ আইভিএফ-এর মাধ্যমেজন্মেছিলাম আমরা যখন পৃথিবীতে এলাম তখম মা সারাদিন আমাদের সঙ্গেই থাকতেন আমাদের যখন  বছর বয়স তখন আবার মা কাজ শুরু করেন।”

 

কিন্তু নীতা নাকি প্রথম থেকেই  বেশ কড়া ঈশা জানিয়েছেন, “আমরা স্কুল কামাই করতে চাইলে বাবা রাজি  থাকত কিন্তু মা খুব কড়া ছিল মা দেখত,আমরা ঠিক সময়ে খাচ্ছিপড়ছি কি না সেই সঙ্গে আমার দাদু-দিদা  মাসিও ছোটবেলায় আমাদের দেখাশুনো করেছেন।”

 

প্রসঙ্গতসম্প্রতি আকাশ অম্বানী  ঈশা অম্বানীর বিয়ে হয়েছে  ঈশার রাজকীয় বিয়েতে উপস্থিত ছিলেন মার্কিন তারকারাও

 

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live: এগরায় জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি
Dev Adhikari : এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের
‘Bangladesh-কে মারতে হবে না চোখ দেখালেই যথেষ্ঠ’ বাংলাদেশকে ধুয়ে দিলেন Dilip Ghosh | Bangladesh News
'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari
Narendra Modi : 'কুয়েত যেন মিনি হিন্দুস্তান', কুয়েত সফরে এসে কেন বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?