পেট্রল নিয়ে কড়া নিয়ম, না মানলে দিতে হবে বড়সড় জরিমানা

  • ২৯ সেপ্টেম্বর থেকে নো হেলমেট, নো পেট্রল নীতি শুরু হতে চলেছে কর্ণাটকে
  • কালাবুরাগি পুলিশ কমিশনার এই প্রস্তাব দিয়েছেন বলে জানা গিয়েছে
  • শনিবার তিনি এই আবেদন জানিয়েছেন পেট্রল পাম্প মালিকদের
  • অন্যান্য কয়েকটি রাজ্যে আগেই জোর দেওয়া হয়েছে এই নীতিতে

নিরাপত্তা আরও জোরদার করতে এবার আরও কড়া পদক্ষেপ নেওয়া হল কর্ণাটকে। মাথায় হেলমেট না থাকলে মিলবে না পেট্রল, এমনই নীতি চালু হবে ২৯ সেপ্টেম্বর থেকে। যদিও অন্যান্য এক-দুটি রাজ্যে এই নীতি প্রয়োগের কথা আগেই শোনা গিয়েছে। তবে এবার কর্ণাটকে এই প্রস্তাবে জোর দিয়েছেন কালাবুরাগি পুলিশ কমিশনার এম এন নাগরাজ।

জানা গিয়েছে পুলিশ কমিশনার শনিবার পেট্রল পাম্প মালিকদের সঙ্গে দেখা করে তাদের কাছে এই আবেদন জানিয়েছেন। তিনি বলেছেন, যারা হেলমেট পরে আসবে না, তাদের যেন কোনওভাবেই পেট্রল না দেওয়া হয়। নাগরাজ বলেন, প্রথম এক সপ্তাহ আমরা জনসচেতনতার ওপর জোর দেব। এবং জনগণকে ট্র্যাফিক রুল এবং তার প্রয়োগ নিয়ে ধারণা দেব।

Latest Videos

কংগ্রেস রাজনীতি দেখলেও, বিজেপি দেখছে দেশপ্রেম, কাশ্মীর ইস্যুতে রাহুল গান্ধীকে এক হাত নিলেন অমিত শাহ

একই সঙ্গে এই নিয়ম-নীতি না মানলে বড়সড় জরিমানা দিতে হতে পারে বলেও জানা গিয়েছে।

উল্লেখ্য, বিগত কয়েক মাস ধরেই এই নীতি নিয়ে কথা শোনা গিয়েছে কয়েকটি রাজ্য়ে। কর্ণাটকে নিরাপত্তাকে আরও আঁটোসাঁটো করতে এবার পুলিশ কমিশনার নাগরাজ নিজেই পৌঁছে গেলেন পেট্রল পাম্প মালিকদের কাছে। জানালেন প্রস্তাবের কথা। এবং আগামী ২৯ সেপ্টেম্বর থেকেই এই নো হেলমেট, নো পেট্রল নীতি লাগু হতে চলেছে। এই নীতি প্রয়োগের ফলে জনমনে সচেতনতা কিছুটা হলেও বাড়বে বলে আশা করছেন অনেকেই। 

Share this article
click me!

Latest Videos

'বালি চুরি, কয়লা চুরিতে যুক্ত পুলিশদের একাংশ' বিস্ফোরক মন্তব্য মমতার | Mamata Banerjee
ভাটপাড়ায় প্রোমোটারের 'দাদাগিরি', আতঙ্কে জমির মালিক, কি বলছে পুরসভা! দেখুন | Bhatpara News
বাগদায় ফের চলল বুলডোজার! হাইকোর্টের নির্দেশে ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়া হল ৬টি দোকান | Bagdah News
বিচ্ছেদের পরও ভয়ঙ্কর আক্রমণ প্রাক্তন জামাইয়ের! আতঙ্কে গোটা পরিবার | Hooghly News Today
Mamata Banerjee : 'মোদী বাংলার কৃষকদের একটা পয়সাও দেয় না' বিতর্কিত মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের