পরিচয়পত্র লাগবে না আর, রেলভ্রমণে নতুন নিয়ম

  • দূরের রেলযাত্রা মানেই অবশ্যই চাই পরিচয়পত্র
  • এবার সেই ঝক্কি থেকে যাত্রীদের মুক্তি দিতে চাইছে ভারতীয় রেল

arka deb | Published : Jun 11, 2019 12:18 PM IST / Updated: Jun 12 2019, 01:38 AM IST

দূরের রেলযাত্রা মানেই অবশ্যই চাই পরিচয়পত্র। এবার সেই ঝক্কি থেকে যাত্রীদের মুক্তি দিতে চাইছে ভারতীয় রেল। এবার থেকে আর পরিচয় পত্র লাগবে না, টিকিট পরীক্ষক চাইলে নিজের ডিজিটাল আধার পরিচয়পত্রটি দেখালেই চলবে। যাত্রীরা এই আধারটি মোবইলেই রাখতে পারবেন। 

মোবাইলে ডিজিটাল আধার কার্ড বা এম আধার নেওয়ার জন্যে অ্যান্ড্রয়েড ফোনের প্লে স্টোর থেকে এম আধার নামক কার্ডটি ডাউনলোড করতে পারবেন। 

ই-আধার ব্যাবহারের সুবিধে অনেক। পরিচয়পত্রটি হারানোর ভয় থাকে না। এটি অন্যত্রও পরিচয়পত্র হিসেবে কাজে লাগানো যায়।

এম আধারটি প্লে স্টোর থেকে ডাউনলোড করার পরে UDAI ওয়েবসাইটে গিয়ে ই-আধার জেনারেট করতে হবে। সেখানে একটি ফর্মে নিজের সমস্ত ডিটেল দেওয়ার পরে পাসওয়ার্ড জেনারেট হবে। পাসওয়ার্ডের মাধ্যমেই সুরক্ষিত থাকবে আপনার আধার কার্ড। নিজের আধার নম্বর শেয়ার করতে না চাইলে সেই অপশনও রয়েছে।

যাত্রীদের টিকিট দেখার ক্ষেত্রে অনেকদিন ধরেই ডিজিটাল টিকিট ব্যবস্থা চালু রয়েছে। কিন্তু দূরপাল্লার যাত্রায় যে কোনও একটি পরিচয়পচত্র বহন করা বাধ্যতামূলক। এক্ষেত্রে পরীক্ষকদের সময় খরচ হয় অনেক। এক্ষেত্রে এই নিয়ম চালু করে টিকিট পরীক্ষকদেরও কাজের সুবিধে হবে অনেকটাই। 

Share this article
click me!