৬০ বছরেই অবসর নয়! বেড়ে গেল চাকরির মেয়াদ! সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা রাজ্যের

Published : Apr 12, 2025, 08:08 AM IST

সরকারি কর্মীদের অবসরের বয়স বাড়ল? এই ইস্যুতে রাজ্য সরকার এক ঐতিহাসিক সিদ্ধান্তের পথে হেঁটেছে (Cabinet Meeting)। রাজ্যের তরফে এবার বড়সড় ঘোষণা করা হয়েছে, যা রাজ্যের সামাজিক উন্নয়নের পথে নতুন দিশা দেখাচ্ছে।

PREV
19

রাজ্য সরকারি কর্মীদের জন্য রইল বিরাট খবর।

29

রাজ্য সরকার এই বিভাগে কর্মরত কর্মীদের অবসরের বয়স বাড়িয়ে দিয়েছে।

49

অবসর গ্রহণের বয়স বাড়ছে সরকারি কর্মীদের?

এবার কর্মচারীদের অবসরের বয়স নিয়ে আবারও প্রতিক্রিয়া জানিয়েছে সরকার।

59

বর্তমানে, সরকারি কর্মচারীদের অবসরের বয়স মাত্র ৬০ বছর, তা বাড়িয়ে দেওয়া হয়েছে!

69

অবসরের বয়স এবার ৬২ বছর থেকে বাড়িয়ে ৬৫ বছর করা হচ্ছে।

79

নতুন পরিকল্পনার পথে হাঁটছে রাজ্য সরকার। এর ফলে প্রশাসনিক কাজ হবে আরও স্বচ্ছ এবং কার্যকর।

89

চিকিৎসা থেকে শুরু করে শিক্ষা, প্রশাসন এবং সামাজিক ন্যায়ের ক্ষেত্রে এই সিদ্ধান্তগুলি ব্যাপক প্রভাব ফেলবে। পাশাপাশি সমাজের পিছিয়ে পড়া অংশের জন্য বিরাট ভূমিকা রাখবে।

99

পাঞ্জাবের মেডিকেল অধ্যাপকদের অবসরের বয়স এবার ৬২ বছর থেকে বাড়িয়ে ৬৫ বছর করা হচ্ছে। হ্যাঁ, দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন এই অধ্যাপকদের জ্ঞানের সঠিক ব্যবহার করতেই এই কড়া সিদ্ধান্ত।

click me!

Recommended Stories