রায়বরেলি আর আমেঠি 'গলার কাঁটা' কংগ্রেসের, প্রার্থী দিতে পারেনি মনোনয়ন দাখিলের আগের দিনেও

Published : May 02, 2024, 11:36 PM IST
Rahul Gandhi Priyanka Gandhi

সংক্ষিপ্ত

কংগ্রেস সূত্রে প্রথমে বলা হয়েছিল শুক্রবারই এই দুই কেন্দ্রের প্রার্থীদের নাম ঘোষণা করা হবে। কিন্তু প্রতিবেদন লেখার সময়ও কংগ্রেস প্রার্থীদের নাম ঘোষণা করেনি। 

লোকসভা কেন্দ্র রায়বরেলি ও আমেঠি নিয়ে দিনভর আলোচনা হলেও এখনও পর্যন্ত কংগ্রেস প্রার্থীর নাম ঘোষণা করতে পারেনি। এই দুই কেন্দ্রে কংগ্রেস প্রার্থী হিসেবে রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীকে জল্পনা রয়েছে তুঙ্গে। কিন্তু এখনও পর্যন্ত কংগ্রেস প্রার্থীদের নামই জানাতে পারেনি। উত্তর প্রদেশের এই দুটি কেন্দ্র একটা সময় গান্ধীদের গড় হিসেবে পরিচিত ছিল। কিন্তু মনোনয়ন দাখিলের আগের দিনও প্রার্থীদের নাম ঘোষণা করতে পারেনি কংগ্রেস।

কংগ্রেস সূত্রে প্রথমে বলা হয়েছিল শুক্রবারই এই দুই কেন্দ্রের প্রার্থীদের নাম ঘোষণা করা হবে। কিন্তু প্রতিবেদন লেখার সময়ও কংগ্রেস প্রার্থীদের নাম ঘোষণা করেনি। অথচ রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা দুজনেই দলের হয়ে নির্বাচনী প্রচারের কাজে ব্যস্ত রয়েছেন। কংগ্রেস সূত্রের খবর দফায় দফায় আলোচনা হয়েছে রায়বরেলি ও আমেঠির আসনের প্রার্থীদের নিয়ে। রায়বরেলি কেন্দ্রের সাংসদ ছিলেন সোনিয়া গান্ধী। তিনি বর্তমানে রাজ্যসভার সাংসদ। তারপর থেকে আসনটি ফাঁকা রয়েছে। সোনিয়া গান্ধী লোকসভা থেকে পদত্যাগ করার পরই প্রিঙ্কার নাম নিয়ে জল্পনা শুরু হয়েছিল। কংগ্রেস প্রার্থীরাও তেমনটাই চেয়েছিল। যদিও এখনও পর্যন্ত প্রিয়াঙ্কা তাতে সিলমহর দেয়নি বলেও কংগ্রেস সূত্রের খবর। অন্যদিকে এই কেন্দ্রের প্রার্থী হিসেবে লড়াই করার ইচ্ছে প্রকাশ করেছিলেন তাঁর স্বামী রবার্ট বঢ়রা। অন্যদিকে গত লোকসভা নির্বাচন পর্যন্ত আমেঠিতে প্রার্থী হয়েছিলেন রাহুল। তিনি স্মৃতি ইরানির কাছে হেরে যায়। তারপরেও আমেঠিবাসীরর জন্য তাঁর মনে যে জায়গা রয়েছে তা একাধিকবার প্রকাশ করেছেন। কিন্তু কংগ্রেস সূত্রের খবর প্রার্থী হতে চাননি। যদিও রাহুল প্রকাশ্যে বলেছেন, দল যা বলবে তাতেই তিনি সায় দেবেন।

কংগ্রেস নেতা জয়রাম রমেশ বলেছেন, কংগ্রেসের সমস্ত নেতা কর্মীরা চায় রাহুল গান্ধী আমেঠি আর প্রিয়াঙ্কা গান্ধী রায়বরেলি থেকে লড়াই করুন। কিন্তু তারপরেও কেন এখনও তাদের প্রার্থী করা হয়নি সেই প্রশ্নের উত্তরে রমেশ বলেন, তাঁদের দলের তিন জন বড় প্রচারক হলেন রাহুল , প্রিয়াঙ্কা আর খাড়গে। তারা তিন জনে মিলেই এই সিদ্ধান্ত নেবেন। কিন্তু কংগ্রেস কখনই এই দুই কেন্দ্রের লড়াইকে হালকাভাবে নেয়নি। যথেষ্ট গুরুত্ব দিচ্ছে।

তবে প্রশ্ন হচ্ছে শুক্রবার মনোনয়ন দাখিলের শেষ দিন রায়বরেলি আর আমেঠির জন্য। তারপর প্রচারের জন্য আর মাত্র ১৫ দিন পাওয়া যাবে। অন্যদিকে এদিনও বিজেপি রায়বরেলির জন্য প্রার্থীর নাম ঘোষণা করেছেন। প্রার্থী দীনেশ প্রতাপ সিং। তবে আমেঠির প্রার্থীর স্মৃতি ইরানি। তিনি দিনরাত এক করেই লড়াই করছেন। এই অবস্থায় তিনি গান্ধী পরিবারকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেছেন,যেই আসুন না কেন তাঁর জয় কেউই আটকাতে পারবে না। তবে রায়বরেলি আর আমেঠি যে কংগ্রেসের গলার কাঁটা হয়ে গেছে তা আর বলার অপেক্ষা রাখে না।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

আধারের ফটোকপি জমা রাখা আর বাধ্যতামূলক নয়, নয়া নিয়ম আনছে কর্তৃপক্ষ, জেনে নিন বিস্তারিত
Indigo Flights Cancelled : ইন্ডিগোর বিমান বিভ্রাট অব্যাহত! চরম ভোগান্তি, আকাশপথে জট, রেলপথেই সমাধান!