চেন্নাইয়ে তাপবিদ্যুৎ কেন্দ্রে মারাত্মক দুর্ঘটনা, প্রাণ হারালেন অন্তত ৯ জন

Published : Sep 30, 2025, 09:44 PM ISTUpdated : Sep 30, 2025, 10:27 PM IST
North Chennai Thermal Power Station

সংক্ষিপ্ত

North Chennai Thermal Power Station: তামিলনাড়ুতে (Tamil Nadu) পদপিষ্টের ঘটনার রেশ কাটার আগেই ফের দুর্ঘটনা। এবার উত্তর চেন্নাই তাপবিদ্যুৎ কেন্দ্রে দুর্ঘটনায় অন্তত ৯ জনের মৃত্যু হল।

DID YOU KNOW ?
চেন্নাইয়ে দুর্ঘটনা
উত্তর চেন্নাই তাপবিদ্যুৎ কেন্দ্রে দুর্ঘটনায় বাংলায় কোনও পরিযায়ী শ্রমিক হতাহত হয়েছেন কি না এখনও জানা যায়নি।

North Chennai Thermal Power Station Accident: উত্তর চেন্নাই তাপবিদ্যুৎ কেন্দ্রে দুর্ঘটনায় অন্তত ৯ জনের মৃত্যু হল। এই দুর্ঘটনায় অন্তত বেশ কয়েকজন আহত হয়েছেন। মঙ্গলবার এন্নোর (Ennore) অঞ্চলে এই তাপবিদ্যুৎ কেন্দ্রে দুর্ঘটনা ঘটে। প্রায় ৩০ ফুট উপর থেকে একটি থাম ভেঙে পড়ে। সেই সময় যাঁরা কাজ করছিলেন, তাঁরা সেই ভেঙে পড়া থামের নীচে চাপা পড়েন। তাঁদের মধ্যে বেশ কয়েকজন পরিযায়ী শ্রমিক আছেন। পশ্চিমবঙ্গের কোনও পরিযায়ী শ্রমিক দুর্ঘটনায় পড়েছেন কি না, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। ১০ জনেরও বেশি শ্রমিক গুরুতর আহত হয়েছেন বলে জানা গিয়েছে। আহতের সংখ্যা বাড়তে পারে। আহত শ্রমিকদের উত্তর চেন্নাইয়ের স্ট্যানলি গভর্নমেন্ট হসপিটালে (Stanley Government Hospital) নিয়ে যাওয়া হয়েছে।

কী কারণে দুর্ঘটনা?

কীভাবে এই দুর্ঘটনা ঘটল, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। প্রাথমিকভাবে উদ্ধারকার্যের উপর জোর দেওয়া হচ্ছে। তারপর দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হবে। স্ট্যানলি গভর্নমেন্ট হসপিটালে গিয়ে আহত শ্রমিকদের সঙ্গে দেখা করেছেন তামিলনাড়ু বিদ্যুৎ বিভাগের (Tamil Nadu Electricity Board) সচিব তথা তামিলনাড়ু জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কর্পোরেশন লিমিটেডের (Tamil Nadu Generation and Distribution Corporation Limited) চেয়ারম্যান ড. জে রাধাকৃষ্ণন (Dr J Radhakrishnan)। তিনি পরিস্থিতি খতিয়ে দেখছেন। আভাডি পুলিশ কমিশনারেটের (Avadi Police Commissionerate) পক্ষ থেকে জানানো হয়েছে, কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে, তার প্রকৃত কারণ এখনও জানা যায়নি। এখন উদ্ধারকার্য চালানো হচ্ছে। তদন্ত শুরু হচ্ছে। তদন্ত শেষ হওয়ার পরেই দুর্ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।

উত্তর চেন্নাই তাপবিদ্যুৎ কেন্দ্র ঘিরে বিতর্ক

তামিলনাড়ুতে বিদ্যুতের ঘাটতি পূরণ করার লক্ষ্যেই উত্তর চেন্নাই তাপবিদ্যুৎ কেন্দ্র তৈরি করা হয়। কিন্তু এই তাপবিদ্যুৎ কেন্দ্র তৈরি করার জন্য কাট্টুপল্লি দ্বীপ (Kattupalli island) থেকে জোর করে সেখানকার বাসিন্দাদের উচ্ছেদ করা হয়। তাঁদের নিচু জায়গায় পুনর্বাসন দেওয়া হয়। ফলে বেশি বৃষ্টি হলেই তাঁদের বাড়ি জলে ভরে যায়। পরিবেশবিদ ও সমাজকর্মীরা এই ঘটনার প্রতিবাদ জানিয়েছেন। কিন্তু তাতে কোনও ফল হয়নি। এবার সেই তাপবিদ্যুৎ কেন্দ্রেই দুর্ঘটনা ঘটে গেল।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
উত্তর চেন্নাই তাপবিদ্যুৎ কেন্দ্রে দুর্ঘটনায় মৃত অন্তত ৯।
মঙ্গলবার মহাষ্টমীর দিন উত্তর চেন্নাই তাপবিদ্যুৎ কেন্দ্রে থাম ভেঙে পড়ে অন্তত ৯ জনের মৃত্যু হল।
Read more Articles on
click me!

Recommended Stories

Indian Railways: এবার তৎকাল টিকিট বুকিংয়ের নিয়মে বড়সড় রদবদল, জানিয়ে দিল রেল
রজস্বলা নাবালিকাকে একটা স্যানিটারি ন্যাপকিন দিতে ব্যর্থ ইন্ডিগো, বাবার কাতর আর্জির ভিডিয়ো ভাইরাল