Published : Feb 24, 2025, 08:49 AM ISTUpdated : Feb 24, 2025, 09:29 AM IST
লক্ষ্মী ভাণ্ডারের ১০০০ টাকা নয়, নয়া এই সরকারি প্রকল্পে মহিলারা ২৫০০ টাকা মাসিক ভাতা পাবেন। ৮ই মার্চ থেকেই এই প্রকল্প চালু হবে বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।
বাংলার লক্ষ্মী ভাণ্ডারের জনপ্রিয়তা দিনে দিনে বাড়ছে। এখন এই ধাঁচেই দেশের বিভিন্ন রাজ্যে ভিন্ন ভিন্ন নামে মহিলাদের আর্থিক ভাতা দেওয়া শুরু হয়েছে।
212
বাংলায় লক্ষ্মী ভাণ্ডারের আওতায় রাজ্যের মা-বোনেরা মাসিক ১০০০ থেকে ১২০০ টাকা আর্থিক সুবিধা বা ভাতা পেয়ে থাকেন। উত্তরোত্তর এই প্রকল্পের সুবিধা ও চাহিদা দুই বাড়ছে।
312
মহিলাদের জন্য ৪-৫ বছরের মধ্যেই একাধিক প্রকল্প চালু করেছে মোদী থেকে মমতা। কেন্দ্র থেকে রাজ্য প্রকল্পের দিক থেকে লাইমলাইটে রয়েছেন মহিলারা।
412
মধ্যবিত্ত ও নিন্ম মধ্যবিত্তদের কাছে দারুণ জনপ্রিয় হয়ে উঠেছে এই প্রকল্পগুলি। আর এগুলির বেশিরভাগ প্রকল্পেই মাসিক ভাতার সুবিধা রয়েছে।
512
তবে এই মাসিক প্রকল্পগুলি থেকে পাওয়া সামান্য অর্থে জল গরমও হয়না দিন আনা দিন খাওয়া মানুষগুলোর, মাসিক ভাতা পেলেও আগুন দামে বাজারের কাছে ১০০০-১২০০ তে পেট ভরে খাওয়াও হয় না, ওযুধপত্র তো দূরের কথা।
612
তাই এবার লক্ষ্মী ভান্ডারের মতো আর ১০০০-১২০০ টাকা নয়, একলাফে নয়া এই প্রকল্পে ২৫০০ টাকা মাসিক ভাতা পাবেন মহিলারা।
712
ঠিক এমনটাই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। একেবারে লক্ষ্মী ভা্ণ্ডারের ধাঁচে তার দ্বিগুণ অর্থ দেবেন রাজ্যের মহিলাদের।
812
রাজ্যের মহিলাদের আর্থিক সহায়তা-সহ সকল প্রতিশ্রুতি পূরণের জন্য এবং রাজ্যের উন্নতির জন্য এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
912
৮ মার্চ মহিলা দিবসের দিনেই মহিলাদের নিজেদের অ্যাকাউন্টে ২৫০০ টাকা ঢুকে যাবে বলেও ঘোষণা করেছেন তিনি।
1012
ঘোষণা করেছেন দিল্লীর নয়া মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। িজেপির থেকে দাবি করা হয়েছিল দিল্লির মনসদে পদ্ম ফুটলেই রাজ্যে মহিলা সমৃদ্ধি যোজনা চালু করা হবে। এই প্রকল্পের আওতায় থাকা মহিলারা প্রতি মাসে ২৫০০ টাকা করে পাবেন।
1112
রাজধানীতে শপথ গ্রহণের আগেই মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা ঘোষণা করেছেন ৮ মার্চ মহিলা দিবসের দিনেই মহিলাদের নিজেদের অ্যাকাউন্টে ২৫০০ টাকা ঢুকে যাবে।
1212
দিল্লির মহিলাদের এই ঘোষনার পরেই বেজায় খুশি সেই রাজ্যের মহিলারা। একই সঙ্গ বাংলায় লক্ষ্মী ভা্ণ্ডারের ভাতা বাড়বে কি না সেই বিষয়ে প্রশ্ন মা-বোনেদের।