এবার দাম কমল স্বাস্থ্য বিমা আর জীবন বিমার! দারুণ সিদ্ধান্ত নিতে চলেছে কেন্দ্র
এবার দাম কমল স্বাস্থ্য বিমা আর জীবন বিমার! দারুণ সিদ্ধান্ত নিতে চলেছে কেন্দ্র
Anulekha Kar | Published : Oct 22, 2024 8:02 PM / Updated: Oct 22 2024, 08:03 PM IST
এবার জীবন বিমা ও স্বাস্থ্য বিমার প্রিমিয়ামের উপর থেকে জিএসটির বোঝা কমতে চলেছে। এমনই প্রস্তাব গৃহীত হয়েছে মন্ত্রিগোষ্ঠীর বৈঠকে।
আগামী মাসের জিএসটি কাউন্সিলেপ বৈঠকে নেওয়া হতে পারে এমনই চূড়ান্ত সিদ্ধান্ত।
এই বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, ৫ লক্ষ টাকা পর্যন্ত কাভারেজের স্বাস্থ্য বিমার প্রিমিয়ামে কোনও জিএসটি লাগবে না।
এ ছাড়াও প্রবীণ নাগরিকদের স্বাস্থ্য বিমা তা যত টাকারই হোক না কেন, তাতে কোনও জিএসটি লাগবে না।
শুধু স্বাস্থ্য বিমা নয়, জীবন বিমার ক্ষেত্রেও ইনস্যুরেন্সের প্রিমিয়ামে র ক্ষেত্রেও জিএসটি এড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে।
কিছুদিন আগেই প্রবীণ নাগরিকদের স্বাস্ত্যবিমা থেকে জিএসটি তুলে নেওয়ার দাবি করলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তবে এই দুই ক্ষেত্রেই জিএসটির হার কমালে রাজ্যগুলির প্রায় ১০ হাজার কোটি টাকা খরচ হবে। সেই ক্ষতিপূরণ করতে বিলাসবহুল ঘড়ি, জুতোর উপরে জিএসটির হার বাড়িয়ে ২৮ শতাংশ করার প্রস্তাব দেওয়া হয়েছে।