School Holiday: ফের ছুটি সমস্ত সরকারি ও বেসরকারি স্কুলে, ২০ জুন বন্ধ থাকবে রাজ্যের স্কুলগুলো

Published : Jun 19, 2025, 10:16 AM IST

School Holiday: গরমের ছুটি বৃদ্ধির দাবীর পর, বর্ষা শুরুতে আবারও ছুটি ঘোষণা ওড়িশার স্কুলে। ২০ জুন বন্ধ থাকবে স্কুল, রাজ্য পর্যায়ের বিজেপি সরকারের এক বছর পূর্তি অনুষ্ঠানের জন্য।

PREV
110

এতদিন ধরে গরমের ছুটি বৃদ্ধি নিয়ে নানান বিতর্ক শোনা গিয়েছিল সর্বত্র। বাংলায় ২ জুন খুলেছে স্কুলগুলো।

210

তারপর দীর্ঘদিন ধরে শিক্ষক থেকে অভিভাবক সকলে গরমের ছুটি বৃদ্ধি দাবি জানান।

410

বর্ষা ঢোকায় কমেছে গরম। ফলে আর ছুটি বৃদ্ধির সম্ভাবনা নেই বলেই মনে করছেন সকলে।

510

এবার ফের ছুটি শুরু হচ্ছে রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি স্কুলে। আগামী ২০ জুন বন্ধ থাকবে স্কুলগুলো।

610

স্কুল ও গণশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব দুর্গা প্রসাদ মহাপাত্র এই নির্দেশিকা জারি করেছে। রাজ্য পর্যায়ে অনুষ্ঠানের পরিপ্রেক্ষিতে এই ছুটি ঘোষণা করা হয়েছে।

710

২০ জুন বন্ধ থাকবে ওড়িশার স্কুলগুলো। সেখানে ২০ জুন শুক্রবার পালিত হবে বিজেপি সরকারের এক বছর পূর্তি অনুষ্ঠান।

810

ভুবনেশ্বরে আয়োজিত একটি রাজ্য পর্যায়ের অনুষ্ঠানের পরিপ্রেক্ষিতে এই ছুটি ঘোষণা করা হয়েছে। যে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন নরেন্দ্রমোদী।

910

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ওড়িশা সরকার শুক্রবার (২০.০৬.২০২৫) স্কুল ও পাবলিক শিক্ষা বিভাগের আওতাধীন ভুবনেশ্বর ও কটক পৌর কর্পোরেশন এলাকায় সমস্ত সরকারি, সরকারি সাহায্যপ্রাপ্ত ও বেসরকারি স্কুলের জন্য ছুটি ঘোষণা করেছে।’

1010

অর্থাৎ ২০ জুন সমস্ত সরকারি, সরকারি সাহায্যপ্রাপ্ত ও বেসরকারি স্কুল বন্ধ থাকবে। 

Read more Photos on
click me!

Recommended Stories