যোগীর রাজ্যে গরু পাচারকারীদের ধরতে গিয়ে মার খেল সাত পুলিশকর্মী

Indrani Mukherjee |  
Published : Jul 14, 2019, 05:10 PM IST
যোগীর রাজ্যে গরু পাচারকারীদের ধরতে গিয়ে মার খেল সাত পুলিশকর্মী

সংক্ষিপ্ত

যোগীর রাজ্যে গরু পাচারকারীদের ধরতে গিয়ে আক্রান্ত পুলিশ গ্রামবাসীর হাতে মার খেল সাত পুলিশকর্মী  ঘটনাটি ঘটেছে প্রয়াগরাজের মারিয়াধি গ্রামে

গোমাতার জয়ধ্বনি দেওয়া ঘটনা ঘটলেও তাতে আশ্চর্যের কিছু ছিল না, কিন্তু যোগীর রাজ্যে যা ঘটল তাতেই হতবাক সকলে। উত্তরপ্রদেশের প্রয়াগরাজে ঘটে গিয়েছে এক বিস্ময়কর ঘটনা। সেখানে গরু পাচার রুখতে গ্রামবাসীর গ্রামবাসীর হাতে মার খেল পুলিশকর্মী।

ঘটনাটি ঘটেছে প্রয়াগরাজের মারিয়াধি গ্রামে। পুলিশের কাছে খবর ছিল, কিছু ব্যক্তি গরু পাচার করছে, সেইমতো অভিযুক্তদের গ্রেফতার করতে সেই গ্রামে হাজির হয়েছিল পুলিশ বাহিনী। গরু পাচারের অভিযোগে যখন অভিযুক্তকে খুঁজতে তল্লাসি চালায় পুলিশ, ঠিক তখনই মারমুখী হয়ে ওঠে গ্রামবাসীরা। 

গ্রামবাসীদের মারে আহত হন সাত পুলিশকর্মী। ঘটনার জেরে নিন্দার ঝড় উঠেছে। প্রয়াগরাজের সিনিয়র পুলিশকর্তা আশুতোষ মিশ্র জানিয়েছেন, যত শীঘ্রই সম্ভব গরু পাচারের সঙ্গে যুক্ত ব্যক্তিদের গ্রেফতার করা হবে এবং পুলিশের ওপর এইভাবে আক্রমণেরও বিস্তারিত তদন্ত করা হবে জানিয়েছেন তিনি।   

PREV
click me!

Recommended Stories

বিএলও-দের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন সুপ্রিম কোর্ট, রাজ্য সরকারকে কড়া নির্দেশ শীর্ষ আদালতের
বন্দে মাতরম সম্পাদনা কি দেশভাগের কারণ? অমিত শাহের মন্তব্যে তোলপাড়