মহারাষ্ট্রের চন্দ্রপুরের বলহারশাহ রেলওয়ে স্টেশনে একটি ওভারব্রিজ ধ্বসে নিহত হন একজন। আহতের সংখ্যাও ১৫ ছাপিয়েছে ।
এযেন এক অন্য মোরাবি। মহারাষ্ট্রের চন্দ্রপুরের বলহারশাহ রেলওয়ে স্টেশনে ফের ভেঙে পড়লো ওভার ব্রিজ। পর পর এইভাবে ব্রিজ ভেঙে পড়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে আম- জনতার মধ্যে। কিন্তু বার বার কেন ভাঙছে ব্রিজ ? মোরাবিতে ব্রিজ ভাঙার কারণ হিসেবে ব্রিজ নির্মাণের উপাদানে ভেজাল থাকার এক প্রচ্ছন্ন নিদর্শন তখন উঠে এসেছিলো পুলিশি তদন্তে। কিন্তু এবার রেলস্টেশনের ওভারব্রিজ প্রকাশ্যে ভেঙে পড়ার কারণ কি তা নিয়ে রীতিমতো মুখে কুলুপ এঁটেছে রেল দপ্তর। তবে কি সরকারের কাছে কোনো দাম নেই মানুষের জীবনের ? এনিয়ে উঠছে প্রশ্ন।
রবিবার মহারাষ্ট্রের চন্দ্রপুরের বলহারশাহ রেলওয়ে স্টেশনে একটি ওভারব্রিজ ধ্বসে নিহত হন একজন। আহতের সংখ্যাও ১৫ ছাপিয়েছে । সূত্রের খবর বিকেল ৫ টা ১০ মিনিট নাগাদ চন্দ্রপুর স্টেশনের প্ল্যাটফর্ম ১ এবং ২ এর সংযোগস্থলের ওভারব্রিজ হঠাৎই যায় ধ্বসে। ঘটনাস্থলেই নিহত হন একজন। এবং বাকিদের সিআরপিএফ জওয়ানদের তৎপরতায় তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় সিভিল হাসপাতালে।
সেন্ট্রাল রেলওয়ের সিপিআরও শিবাজি সুতার ঘটনাটির কথা প্রথম প্রকাশ্যে জানান। সূত্রের খবর ওই ব্রিজের মেঝেতে একটা ফাঁপা ফাঁক দেখা যায় ঐদিন বিকেলে। ওই ফাটল ধীরে ধীরে বাড়তে থাকলে ওভারব্রিজে থাকা মানুষদের মধ্যে অতঙ্কের সৃষ্টি হয়। তারা দৌড়াদৌড়ি শুরু করলে তবে ভেঙে পরে সেই ওভারব্রিজ।
দুর্ঘটনায় গুরুতর আহতদের জন্য রেলওয়ে কর্তৃপক্ষ এক লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করে। অপেক্ষাকৃত কম আহতদের জন্য ৫০,০০০ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করে। তবে দুর্ঘটনা কেন ঘটলো তা এখন খতিয়ে দেখছে পুলিশ।